পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পদ্ম-সম্মানেও রাজনীতি ! বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা

পদ্ম-সম্মান ঘোষণা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়৷ বাংলা থেকে রয়েছেন সাতজন৷ এছাড়া যে রাজ্যগুলিতে নির্বাচন আসন্ন, সেখান থেকেও সংখ্যাটা বেশ উল্লেখযোগ্য৷ তাই পদ্ম-সম্মান নিয়ে রাজনীতির অভিযোগ তুলছে বিরোধীরা৷

পদ্ম-সম্মানেও রাজনীতি! বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা
পদ্ম-সম্মানেও রাজনীতি! বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা

By

Published : Jan 26, 2021, 3:47 PM IST

Updated : Jan 26, 2021, 7:08 PM IST

কলকাতা, 26 জানুয়ারি : প্রথামাফিক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয়েছে 2021 সালের পদ্ম-প্রাপকদের নাম৷ সব মিলিয়ে 119 জনকে এবার দেওয়া হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মান৷ কিন্তু প্রাপকদের তালিকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ বিজেপি বিরোধী অনেক রাজনৈতিক দলগুলি অভিযোগ করছে যে এবার পদ্ম-সম্মান ঘোষণার মধ্যে রাজনীতি রয়েছে৷ যে রাজ্যগুলিতে এবার বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলি থেকেই পদ্মপ্রাপকদের সংখ্যা বেশি৷

2021 সালে বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসম-সহ বেশ কয়েকটি রাজ্যে৷ কাকতালীয়ভাবে এই রাজ্যগুলি থেকে পদ্ম-সম্মান প্রাপকদের সংখ্যাই বেশি৷ পশ্চিমবঙ্গ থেকে অবশ্য এবার কাউকে পদ্মবিভূষণ ও পদ্মভূষণের জন্য মনোনীত করা হয়নি৷ তবে৷ 102 জন পদ্মশ্রী প্রাপকের মধ্যে পশ্চিমবঙ্গের সাতজন রয়েছেন৷

যা দেখে সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, ‘‘নির্বাচনের সময় বাংলার মেধার কথা মনে পড়ে বিজেপির।’’ অন্যদিকে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ, পুরস্কার বিতরণ নিয়েও রাজনীতি হচ্ছে। প্রতিবছর বাংলাকে সমাদর করা হয় না। এবছর নির্বাচন তাই পুরস্কার প্রাপকের সংখ্যাও বেশি৷

শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ু থেকে এবার 10 জনের নাম রয়েছে তালিকায়৷ কেরালা ও অসমের তালিকাও বেশ দীর্ঘ৷ সেই কারণেই বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ উঠছে ৷ এই নিয়ে তন্ময় ভট্টাচার্যের প্রতিক্রিয়া, দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচন আসন্ন, তাই এত পুরস্কারের ঢল নেমেছে৷

যদিও এই বিতর্কে ঢুকতে নারাজ তৃণমূল কংগ্রেস৷ ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ও বিধানসভায় দলের মুখ্য সচেতক তাপস রায়ের সঙ্গে৷ তাঁরা এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি৷

আরও পড়ুন :এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন 119 জন, তালিকায় শিনজ়ো আবে-বালা সুব্রমনিয়ম

তবে বিরোধীদের অভিযোগ মানতে নারাজ বিজেপি৷ পশ্চিমবঙ্গে দলের গুরুত্বপূর্ণ নেতা তথা বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ‘‘পুরস্কার যাঁরা পাবেন, তাঁদের নির্বাচিত করে একটা বিশেষ কমিটি। তাঁদের নিৰ্বাচিত করার পিছনে বিজেপির কোনও হাতই নেই। এই নির্বাচক কমিটি অরাজনৈতিক৷’’ তাই যে নির্বাচন যে রাজ্যগুলিতে রয়েছে, সেখানে বেশি করে পদ্ম-সম্মান দেওয়া হচ্ছে, বিরোধীদের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাহুল সিনহা৷ তাঁর বক্তব্য, ‘‘বিরোধীরা অভিযোগ তুলতেই পারেন। কিন্তু এই অভিযোগের কোনও সারবত্তা নেই৷’’

Last Updated : Jan 26, 2021, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details