বেঙ্গালুরু, 7 সেপ্টেম্বর : ইতিহাস তৈরি থেকে মাত্র 2.1 কিলোমিটার দূরেই থমকে গেল ISRO । চাঁদের দক্ষিণ মেরুতে এখনও পর্যন্ত কোনও দেশের পা পড়েনি । সে দিক থেকে দেখতে গেলে ইতিহাস তৈরি করত ভারতই । তবে অপেক্ষা আরও একটি প্রচেষ্টার । শেষ মুহূর্তে ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় উৎসবের আবহওয়া পরিণত হয় উৎকণ্ঠায় । তবে কি ব্যর্থ হয়েছে চন্দ্রযান-2 অভিযান? ISRO-র বিজ্ঞানীরা জানাচ্ছেন, ল্যান্ডার ব্যর্থ হলেও চন্দ্রযান-2 এর অর্বিটার ক্রমাগত চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে । এবং বিজ্ঞানীদের দাবি ল্যান্ডার বিক্রমের অবতরণ না হওয়ায় পুরো অভিযানের মাত্র 5 শতাংশ ক্ষতি হয়েছে ।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে আসার কথা ছিল রভার প্রজ্ঞানের । পরবর্তী 14 দিন পর্যন্ত সেই প্রজ্ঞানের সাহায্যে চাঁদের দক্ষিণমেরুর বিষয়ে বিভিন্ন তথ্য খোঁজ করার কথা ছিল ISRO-র । প্রজ্ঞান চাঁদের মাটিতে পা রাখেনি । তবে চাঁদের থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়াবে না । চন্দ্রযান-2 এর অর্বিটার স্বাভাবিক ভাবে কাজ করায় আগামী এক বছর ISRO-র বিজ্ঞানীরা চাঁদের থেকে তথ্য সংগ্রহ করতে ও ছবি পেতে সক্ষম হবেন । অর্বিটারের হাই রেজ়লিউশন ক্যামেরার উপরেই এখন চন্দ্রযান-2 অভিযানের 95 শতাংশ সাফল্য নির্ভর করছে ।