নুহ (হরিয়ানা), 21 জুলাই : একাধিক ক্ষেত্রেই কোরোনা সংক্রমণের প্রভাব পড়েছে । শিক্ষাক্ষেত্রে এর প্রভাব অনেকটাই বেশি । কারণ স্কুল বন্ধ । অনলাইনে পড়াশোনা চললেও একাধিক সমস্যার কারণে সব জায়গার পড়ুয়ারা সেই সুবিধা পাচ্ছে না । যেমন দেশের সবথেকে পিছিয়ে পড়া জেলা হরিয়ানার নুহ ।
লকডাউনে পড়ুয়াদের কথা ভেবে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে অনলাইন পড়াশোনা । শিক্ষক-শিক্ষিকারা অনলাইনেই ক্লাস নিচ্ছেন । দেখা যাক হরিয়ানার নুহ জেলার ছবিটা কীরকম ? জেলা প্রশাসনের দাবি, পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য সবরকম পদক্ষেপ করা হয়েছে । এডুস্যাট-এর ব্যবস্থা করা হচ্ছে । কেবল নেটওয়ার্ক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পড়াশোনা চলছে । জেলা শিক্ষা বিভাগের দাবি, 61 শতাংশ পড়ুয়া অনলাইনে পড়াশোনা করছে ।