শ্রীনগর, 22 সেপ্টেম্বর : বুদগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির ৷ সেখানকার ছরার-ই-শরিফ এলাকায় গতরাত থেকেই দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলছিল ৷ টানা 12 ঘণ্টা গুলির লড়াই চলার পর আজ এক জঙ্গিকে খতম করেন জওয়ানরা ৷
বুদগামে গুলির লড়াই, খতম জঙ্গি - security forces of india
টানা 12 ঘণ্টা গুলির লড়াই চলার পর বুদগামে মৃত্যু হল এক জঙ্গির ৷
বডগামে সেনার গুলিতে খতম এক অজ্ঞাত পরিচয় জঙ্গি
এক পুলিশ আধিকারিক জানান, ছরার-ই-শরিফ এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে এই খবর পেয়ে সেখানে তল্লাশি চালায় পুলিশ, সেনা ও CRPF ।
অভিযান চালানোর সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা কয়েকজন জঙ্গি তাদের উপর গুলি চালাতে শুরু করে । জবাব দেয় নিরাপত্তাবাহিনীও । এক জওয়ান জখম হন । তাঁকে সেনা হাসপাতালে ভরতি করা হয় ৷