শ্রীনগর, 21 অগাস্ট : উত্তর কাশ্মীরের বারামুলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ এক জঙ্গি । গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গুলির লড়াই শুরু হয় । শেষ হয় আজ ভোরে । এরপর উদ্ধার হয় এক জঙ্গির দেহ । মৃত জঙ্গির নাম মোমিন গোজরি । পুলিশ সূত্রে জানা গেছে, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য ছিল সে । ঘটনায় প্রাণ হারিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের SPO বিলাল । গুরুতর আহত হয়েছেন সাব ইন্সপেক্টর অমরদীপ পরিহার । তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
370 ধারা প্রত্যাহারের পর প্রথম অভিযান, বারামুলায় খতম লস্কর জঙ্গি - kashmir
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গুলির লড়াই শুরু হয় । শেষ হয় আজ ভোরে । এরপর উদ্ধার হয় এক জঙ্গির দেহ । মৃত জঙ্গির নাম মোমিন গোজরি ।
গতকাল সন্ধ্যা থেকে জঙ্গি দমন করতে উত্তর কাশ্মীরের বারামুলায় অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ, CRPF, ও সেনা । গোপন সূত্রে দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে তারা । অভিযানের সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দিকে গুলি চালায়, পালটা জবাব দেয় বাহিনী । নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ হয় এক জঙ্গি । উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । তবে এখনও এক জঙ্গির লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী ।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহারের পর এই প্রথম জঙ্গি দমন অভিযানে নামে নিরাপত্তাবাহিনী ।