শ্রীনগর, 24 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার মাঘামায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির । এখনও গুলির লড়াই চলছে ।
ত্রাল অবন্তীপোরার মাঘামা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে । সেই খবর পেয়ে পুলিশ ও CRPF মাঘামা এলাকায় তল্লাশি অভিযান চালায় । অভিযান চলাকালীন সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে । এলাকায় তল্লাশি অভিযান চলছে ।