পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অবন্তীপোরায় গুলির লড়াই, খতম এক জঙ্গি - CRPF

ত্রাল অবন্তীপোরার মাঘামায় সেনা-জঙ্গি গুলির লড়াই । খতম এক জঙ্গি ।

Maghama encounter
Maghama encounter

By

Published : Sep 24, 2020, 9:36 AM IST

শ্রীনগর, 24 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার মাঘামায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির । এখনও গুলির লড়াই চলছে ।

ত্রাল অবন্তীপোরার মাঘামা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে । সেই খবর পেয়ে পুলিশ ও CRPF মাঘামা এলাকায় তল্লাশি অভিযান চালায় । অভিযান চলাকালীন সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে । এলাকায় তল্লাশি অভিযান চলছে ।

এদিকে বুদগাম জেলার চাদুরা এলাকায় CRPF-এর উপর হামলা চালায় জঙ্গিরা । জখম হন এক CRPF জওয়ান । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । ওই এলাকা ঘিরে রাখা হয়েছে । এর আগে 21 সেপ্টেম্বর বুদগামেরই ছরার-ই-শরিফ এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষে এক জওয়ান জখম হন ।

গতকালই কাশ্মীরের দালওয়াশে BJP কাউন্সিলর ভূপিন্দর সিংকে খুন করে জঙ্গিরা ৷

ABOUT THE AUTHOR

...view details