পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বদগামে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম জঙ্গি - Chadoora

বদগামের চাদুরায় নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি । জঙ্গিরা লুকিয়ে আছে এই খবর পেয়ে চাদুরা এলাকায় আজ ভোরে অভিযানে নামে নিরাপত্তারক্ষীরা ।

ফোটো সৌজন্যে : ANI

By

Published : Jun 30, 2019, 9:54 AM IST

বদগাম, 30 জুন : বদগামের চাদুরায় নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম হল এক জঙ্গি । আজ সকালে বদগামের ওই এলাকায় দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় । গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা । আরও জঙ্গি সেখানে লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ।

জঙ্গিরা লুকিয়ে আছে এই খবর পেয়ে চাদুরা এলাকায় আজ ভোরে অভিযানে নামে নিরাপত্তারক্ষীরা । পরে সকাল সাড়ে আটটা নাগাদ এক জঙ্গির খতম হওয়ার খবর নিশ্চিত করেন এক নিরাপত্তারক্ষী । সেখানে এখনও চলছে গুলির লড়াই । মৃত জঙ্গির পরিচয় জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details