দিল্লি, 18 মার্চ : এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ নির্ভয়া গণধর্ষণে অন্যতম দোষী মুকেশ সিং ৷ গণধর্ষণের ঘটনাটি যে সময়ে ঘটেছিল সেই সময়ে দিল্লিতে ছিল না মুকেশ ৷ এই দাবি নিয়েই আগেই আবেদন করেছিল সে ৷ সেই দাবি নাকচ করে দিয়েছিল আদালত ৷ এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল মুকেশ ৷
আদালতের শেষ নির্দেশ অনুযায়ী, 20 মার্চ ভোরে ফাঁসির সময় নির্ধারণ করা হয়েছিল নির্ভয়ার দোষীদের । কিন্তু 16 মার্চ মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশের দাবি নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয়েছিল নির্ভয়ার তিন দোষী অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা ও বিনয় শর্মা । এবার গণধর্ষণের সময়ে দিল্লিতে ছিল না, সেই মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল অন্য এক দোষী মুকেশ সিং ৷