পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুনর্নবীকরণ উৎসের জন্য একদিন বিশ্বে প্রায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ হবে : পীযূষ - সৌরশক্তি

মঙ্গলবার আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স (ISA) আয়োজিত প্রথম বিশ্ব সৌর প্রযুক্তি শীর্ষ সম্মেলনের অনুষ্ঠানে এসে সকলকে একত্র হয়ে সৌরশক্তির অপরিসীম ক্ষমতাকে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন ৷ তাছাড়া দেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে সমস্ত বিভেদ ভুলে সকলকে এগিয়ে আসার জন্য বলেছেন ৷

Piyush Goyal
Piyush Goyal

By

Published : Sep 9, 2020, 5:21 PM IST

দিল্লি , 9 সেপ্টেম্বর : পুনর্নবীকরণ উৎসের জন্য একদিন বিশ্বে প্রায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ হবে ৷ মঙ্গলবার আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স (ISA) আয়োজিত প্রথম বিশ্ব সৌর প্রযুক্তি শীর্ষ সম্মেলনের অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷

তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোয়েল বলেন , “ভবিষ্যৎ প্রজন্মকে পরিষ্কার-পরিচ্ছন্ন ভবিষ্যত দেওয়ার জন্য ভারত উদ্যোগী হয়েছে ৷ আমরা একটা সম্মিলিত মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছি ৷ শুধু ভবিষ্যত প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য ৷ " তিনি আরও বলেন , "সৌরশক্তি এবং নতুন প্রযুক্তি অবশ্যই আমাদের বিশ্বকে পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য করে তুলবে । আমাদের কাছে আর কোনও রাস্তা নেই ৷ আমাদের প্রত্যককে এগিয়ে আসতে হবে ৷ তবেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারব ৷ "


গোয়েল মনে করেন , পৃথিবীতে একদিন প্রায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ হবে ৷ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পুনর্নবীকরণ উৎসের জন্য ৷ এই বিষয়ে তিনি বলেন , “আমি ভারতকে পর্যালোচনা করছি , যার সৌরশক্তি 745 গিগাওয়াট পর্যন্ত যাওয়ার দক্ষতা রয়েছে ৷ সেই ভারত বিশ্বের অন্যান্য অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করবে । আমি বিশ্বজুড়ে একটি আন্তঃসংযুক্ত গ্রিড দেখতে পাচ্ছি । আমি মহাসাগরকে অতিক্রম করা ট্রান্সমিশন লাইন সহ একটি ওয়ার্ল্ড গ্রিড চোখের সামনে দেখতে পাচ্ছি ৷ ”

100 টিরও বেশি দেশে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য আন্তর্জাতিক সোলার অ্যালিয়েন্সকে অভিনন্দন জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি তিনি সকলকে একত্র হয়ে সৌরশক্তির অপরিসীম ক্ষমতাকে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন ৷ এর নাম দিয়েছেন SURAJ অর্থাৎ এস মানে - স্থিতিশীল , ইউ - শর্তহীন , আর মানে - পুনর্নবীকরণযোগ্য , এ মানে -সাশ্রয়ী , জে মানে -জাস্টিস।

ABOUT THE AUTHOR

...view details