রাজৌরিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ জওয়ান - India
রাজৌরিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শহিদ এক জওয়ান।
![রাজৌরিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ জওয়ান](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2724358-2-ea6ed5b3-e43d-42a0-95e1-351c8644f3c8.jpg)
ছবিটি প্রতীকী
রাজৌরি, ১৮ মার্চ : লাইন অফ কন্ট্রোল বরাবর ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। তার জেরে শহিদ হলেন এক জওয়ান।
আজ সকাল সাড়ে ৫টা নাগাদ রাজৌরির সুন্দরবানি সেক্টরের কেরি বাট্টালে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। ভারতের দিকে মর্টার ছোড়া হয়। পাশাপাশি ছোটো আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে শহিদ হন এক জওয়ান। প্রায় ঘণ্টাদুয়েক পর ৭টা ১৫ মিনিটে গোলাগুলি বন্ধ হয়।