পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বোরোল্যান্ড থেকে সরানো হবে সেনা : সেনাপ্রধান - Assam

27 জানুয়ারি কেন্দ্র ও অসম সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন NDFB ৷ চুক্তি অনুযায়ী NDFB-র জঙ্গি কার্যকলাপ গুটিয়ে নেওয়ার কথা ৷ এবার বোরোল্যান্ড থেকে সেনা সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারওয়ানে ৷

Boroland
সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারওয়ানে

By

Published : Jan 29, 2020, 12:23 PM IST

দিল্লি, 29 জানুয়ারি : বোরোল্যান্ড থেকে দুই ব্যাটেলিয়ন সেনা ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ৷ বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়া মিটে গেলেই আরও সেনা সড়িয়ে নেওয়া হবে বলে জানিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ৷ পাশাপাশি আগামী দুই থেকে আড়াই বছর সময়ে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সেনা কার্যকলাপ অনেকটাই শিথিল করে রাজ্যগুলির উন্নতির দিকে বাড়তি নজর দেওয়া হবে বলেও জানান সেনাপ্রধান নারাভানে ৷ একইসঙ্গে কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ৷

দিন দু'য়েক আগেই ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ডের (NDFB) সঙ্গে সোমবার চুক্তি স্বাক্ষর করে কেন্দ্রীয় সরকার ও অসম সরকার ৷ চুক্তি অনুযায়ী NDFB তাদের নিজেদের জঙ্গি কার্যকলাপ গুটিয়ে নেবে বলে প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করেনি ৷ এই পরিস্থিতিতে সেনাপ্রধান নারাভানের বোরোল্যান্ড থেকে সেনা সরিয়ে নেওয়ার আশ্বাস যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ ৷

আরও পড়ুন : "বোরো চুক্তি ঐতিহাসিক", স্বাক্ষরের পর মন্তব্য অমিত শাহের

সরকারের তরফে ইতিমধ্যে বোরোল্যান্ডের উন্নয়নের জন্য 1500 কোটি টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ৷ আগামীকালের (30 জানুয়ারি) মধ্যে প্রায় 1500 জন NDFB সদস্যের আত্মসমর্পণ করবে বলে আগেই জানিয়েছিলেন অমিত শাহ ৷ যাদের অপরাধের কোনও রেকর্ড নেই তাদের আধাসামরিক-বাহিনীর অন্তর্ভুক্তও করা হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র ৷ পাশাপাশি বোরো আন্দোলনের সময় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারপিছু 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details