পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঘাতক ট্রাকের নম্বর প্লেট কালো কেন? অর্থপ্রদানকারী সংস্থার বয়ানে নয়া মোড় - cbi

প্রশ্ন উঠেছিল ট্রাকের নম্বর প্লেটে কালো আঁচড় নিয়ে । রবিবার দুর্ঘটনার পর ট্রাক মালিক দেবেন্দ্র সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । তবে তদন্তে নয়া মোড় আসে দেবেন্দ্রকে অর্থপ্রদানকারী সংস্থার আধিকারিকের বয়ানে ।

নম্বর প্লেট কালো কেন

By

Published : Aug 3, 2019, 6:54 PM IST

লখনউ, 3 অগাস্ট : উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছিল ট্রাকের নম্বর প্লেটে কালো আঁচড় নিয়ে । রবিবার দুর্ঘটনার পর ট্রাক মালিক দেবেন্দ্র সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । সেই সময় দেবেন্দ্র পুলিশকে জানায়, ইনস্টলমেন্ট মেটাতে না পারায় এজেন্টের থেকে এড়িয়ে চলতেই সে কালি লেপে দিয়েছিল ট্রাকের নম্বর প্লেটে ।

তবে তদন্তে নয়া মোড় আসে দেবেন্দ্রকে অর্থপ্রদানকারী সংস্থার আধিকারিকের বয়ানে । টাকা উদ্ধারের জন্য কারও উপর চাপ সৃষ্টি কখনওই করা হয়নি । এর আগেও দেবেন্দ্র ওই সংস্থা থেকে গাড়ির জন্য ঋণ নিয়েছেন ও নির্ধারিত সময়ে সে ঋণশোধ করেছে । ওই আধিকারিকের দাবি, এবার দেবেন্দ্র EMI দিতে দেরি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সব টাকা দিয়ে দেন । ওই গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট রয়েছে বলেও দাবি ওই সংস্থার । এরপরই গাড়ি মালিকের বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে । প্রশ্ন উঠছে কেন তাহলে ঘাতক ট্রাকের মালিক অন্য কথা বলছেন ।

রবিরার দুর্ঘটনার পর কালি লাগানো অবস্থায় ট্রাকের নম্বর প্লেট পাওয়া যায় । কিন্তু পুলিশের দাবি, রায়বরেলির লালগঞ্জ টোল প্লাজ়া অতিক্রম করার সময় ওই ট্রাকের নম্বর প্লেটে কালি লেপা ছিল না । CCTV ফুটেজে গাড়ির নম্বর স্পষ্ট ধরা পড়েছে । টোল প্লাজ়া পেরোনোর পরই ওই গাড়ির নম্বরে কালি লেপা হয় । গত 28 জুলাই ভোর 5টা 20 মিনিট নাগাদ টোল প্লাজ়া থেকে যেতে দেখা যায় গাড়িটিকে । দুর্ঘটনা ঘটে 20 কিলোমিটার দূরে দুপুর 12টা 40 মিনিটে রায়বরেলির গুরবক্সগঞ্জে ।

দুর্ঘটনার তিনদিন পর, কিশোরীর পরিবারের তরফে জানানো হয়, BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের লোকজন যে ক্রমাগত তাঁদের হুমকি দিচ্ছে, প্রাণে মারার ভয় দেখাচ্ছে, সে কথা এ মাসের 12 তারিখেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানানো হয়েছিল ৷ জানিয়েছিলেন কিশোরীর মা, বোন ও কাকিমা । জানানো হয়েছিল পুলিশেও । সঙ্গে ছিল একটি ভিডিয়ো-নথিও । কিন্তু সে চিঠি সময়মতো পৌঁছায়নি প্রধান বিচারপতির কাছে । এরপরই ঘটে দুর্ঘটনা । অভিযোগ, অভিযুক্ত BJP বিধায়ক ধর্ষণ মামলার প্রমাণ লোপাট করতেই এই ষড়যন্ত্র করেছেন ।

রবিবার কেন পুলিশ উন্নাওয়ের নির্যাতিতাদের সঙ্গে ছিল না ? নির্যাতিতার বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী জানায়, গাড়িতে জায়গা না হওয়ায় তাদের সেখানেই থেকে যেতে বলা হয় নির্যাতিতার পরিবারের তরফে । কর্তব্যে গাফিলতির কারণে ইতিমধ্যেই উচ্চপদস্থ এক অফিসারসহ তিন জন পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে যোগী প্রসাসন ।

এদিকে CBI তদন্ত শুরু করেই জেলবন্দী বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের সঙ্গে জেলে দেখা করতে আসা ব্যক্তিদের তালিকা চেয়ে পাঠিয়েছে । গতকাল দুর্ঘটনাস্থানে গিয়ে ঘটনার পুননির্মাণ করেছে গোয়েন্দারা । বাড়ানো হয়েছে তদন্তকারীর সংখ্যাও । এদিকে নির্যাতিতাকে CRPF নিরাপত্তা ও 25 লাখ টাকা দিতে যোগী সরকারকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত ।

ABOUT THE AUTHOR

...view details