লখনউ, 3 অগাস্ট : উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছিল ট্রাকের নম্বর প্লেটে কালো আঁচড় নিয়ে । রবিবার দুর্ঘটনার পর ট্রাক মালিক দেবেন্দ্র সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । সেই সময় দেবেন্দ্র পুলিশকে জানায়, ইনস্টলমেন্ট মেটাতে না পারায় এজেন্টের থেকে এড়িয়ে চলতেই সে কালি লেপে দিয়েছিল ট্রাকের নম্বর প্লেটে ।
তবে তদন্তে নয়া মোড় আসে দেবেন্দ্রকে অর্থপ্রদানকারী সংস্থার আধিকারিকের বয়ানে । টাকা উদ্ধারের জন্য কারও উপর চাপ সৃষ্টি কখনওই করা হয়নি । এর আগেও দেবেন্দ্র ওই সংস্থা থেকে গাড়ির জন্য ঋণ নিয়েছেন ও নির্ধারিত সময়ে সে ঋণশোধ করেছে । ওই আধিকারিকের দাবি, এবার দেবেন্দ্র EMI দিতে দেরি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সব টাকা দিয়ে দেন । ওই গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট রয়েছে বলেও দাবি ওই সংস্থার । এরপরই গাড়ি মালিকের বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে । প্রশ্ন উঠছে কেন তাহলে ঘাতক ট্রাকের মালিক অন্য কথা বলছেন ।
রবিরার দুর্ঘটনার পর কালি লাগানো অবস্থায় ট্রাকের নম্বর প্লেট পাওয়া যায় । কিন্তু পুলিশের দাবি, রায়বরেলির লালগঞ্জ টোল প্লাজ়া অতিক্রম করার সময় ওই ট্রাকের নম্বর প্লেটে কালি লেপা ছিল না । CCTV ফুটেজে গাড়ির নম্বর স্পষ্ট ধরা পড়েছে । টোল প্লাজ়া পেরোনোর পরই ওই গাড়ির নম্বরে কালি লেপা হয় । গত 28 জুলাই ভোর 5টা 20 মিনিট নাগাদ টোল প্লাজ়া থেকে যেতে দেখা যায় গাড়িটিকে । দুর্ঘটনা ঘটে 20 কিলোমিটার দূরে দুপুর 12টা 40 মিনিটে রায়বরেলির গুরবক্সগঞ্জে ।