পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এ বছর আরও শান্তিতে ইদ কাটাবে উপত্যকা, দাবি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর - Jammu-Kashmir

সাধারণ মানুষ কাশ্মীরে ইদের উৎসবে মেতেছেন । চলতি বছরে কাশ্মীরের মানুষ আরও বেশি শান্তিপূর্ণ ইদ কাটাবেন, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ৷

এ বছর আরও শান্তিতে ইদ কাটাবে উপত্যকা, দাবি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর দিল্লি, 11 অগাস্ট : মানুষ যাতে শান্তিতে ইদ পালন করতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন । সাধারণ মানুষ কাশ্মীরে ইদের উৎসবে মেতেছেন । চলতি বছরে কাশ্মীরের মানুষ আরও বেশি শান্তিপূর্ণ ইদ কাটাবেন, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ৷ উধমপুরের সাংসদ জিতেন্দ্রর কথায়, উপত্যকার মানুষ 370 ধারা বিলোপে খুশি হয়েছেন, শুধুমাত্র কংগ্রেস নেতাদের কানে এটা খুশির খবর হিসেবে পৌঁছায়নি ৷ অনিশ্চিয়তা এবং ত্রাসের পরিবেশকেই সমর্থন করে জাতীয় কংগ্রেস, এমনটাও মন্তব্য করেন তিনি ৷ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ''গত এক সপ্তাহ ধরেই উপত্যকা শান্তিপূর্ণ রয়েছে । সাধারণ মানুষ অসম্ভব খুশি৷ 144 ধারাও উঠে যাচ্ছে ৷ চলতি বছরের ইদ অন্য বছরের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ, অনেক বেশি আনন্দের৷'' গতকাল (শনিবার) কার্যনির্বাহী কমিটির বৈঠকে রাহুল গান্ধি উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলেও উল্লেখ করেছিলেন ৷ সেই বক্তব্যকে সম্পূর্ণ খারিজ করলেন কাশ্মীর পুলিশের DG দিলবাগ সিং ৷ রাত পোহালে ইদ ৷ উপত্যকায় শান্তিপূর্ণ ভাবে ইদ পালনের বাতাবারণ না থাকলে ধর্মীয় ভাবাবেগ ক্ষুণ্ণ হতে পারে ৷ তৎপর রয়েছে প্রশাসন ৷ এই পরিস্থিতিতে কাশ্মীরের মানুষের চলতি বছরের ইদগাহ পালন অনেক বেশি আনন্দের হবে বলেও মন্তব্য করেন জিতেন্দ্র ৷

By

Published : Aug 11, 2019, 7:42 PM IST

দিল্লি, 11 অগাস্ট : মানুষ যাতে শান্তিতে ইদ পালন করতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন । সাধারণ মানুষ কাশ্মীরে ইদের উৎসবে মেতেছেন । চলতি বছরে কাশ্মীরের মানুষ আরও বেশি শান্তিপূর্ণ ইদ কাটাবেন, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ৷

উধমপুরের সাংসদ জিতেন্দ্রর কথায়, উপত্যকার মানুষ 370 ধারা বিলোপে খুশি হয়েছেন, শুধুমাত্র কংগ্রেস নেতাদের কানে এটা খুশির খবর হিসেবে পৌঁছায়নি ৷ অনিশ্চিয়তা এবং ত্রাসের পরিবেশকেই সমর্থন করে জাতীয় কংগ্রেস, এমনটাও মন্তব্য করেন তিনি ৷

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ''গত এক সপ্তাহ ধরেই উপত্যকা শান্তিপূর্ণ রয়েছে । সাধারণ মানুষ অসম্ভব খুশি ৷ 144 ধারাও উঠে যাচ্ছে ৷ চলতি বছরের ইদ অন্য বছরের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ, অনেক বেশি আনন্দের৷''

গতকাল (শনিবার) কার্যনির্বাহী কমিটির বৈঠকে রাহুল গান্ধি উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলেও উল্লেখ করেছিলেন ৷ সেই বক্তব্যকে সম্পূর্ণ খারিজ করলেন কাশ্মীর পুলিশের DG দিলবাগ সিং ৷

রাত পোহালে ইদ ৷ উপত্যকায় শান্তিপূর্ণ ভাবে ইদ পালনের বাতাবারণ না থাকলে ধর্মীয় ভাবাবেগ ক্ষুণ্ণ হতে পারে ৷ তৎপর রয়েছে প্রশাসন ৷ এই পরিস্থিতিতে কাশ্মীরের মানুষের চলতি বছরের ইদগাহ পালন অনেক বেশি আনন্দের হবে বলেও মন্তব্য করেন জিতেন্দ্র ৷

ABOUT THE AUTHOR

...view details