লখনউ, 16 এপ্রিল : লকডাউনে অনেক জায়গাতেই বাইরে বের হলে জুটেছে পুলিশের মার ৷ লাঠি নিয়েও তেড়ে যেতে দেখা গেছে । এবার উত্তরপ্রদেশের সাহারানপুরে এক বৃদ্ধার শেষকৃত্য করল বদগাঁও থানার পুলিশ ৷
সাহারানপুরের SSP দীনেশ কুমার প্রভু গতকাল একটি ভিডিয়ো টুইট করেন ৷ ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কয়েকজন পুলিশকর্মী একজন বৃদ্ধার মৃতদেহ শেষকৃত্যের জন্য কাঁধে করে নিয়ে যাচ্ছেন ৷ ভিডিয়োটির সঙ্গে দীনেশ কুমার লেখেন, "আজ এক বৃদ্ধা মারা গিয়েছেন ৷ সাহারানপুরের বদগাঁও থানার পুলিশ কর্মীরা তাঁর মৃতদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছে ৷ ওই বৃদ্ধার পরিবারে কেউ নেই ৷ আমার ছেলেরা তাঁর পরিবার হয়ে উঠেছে ৷ তাঁর দেহ সৎকারের জন্য কাঁধে করে নিয়ে যাচ্ছে ৷ আমি আমার ছেলেদের জন্য গর্বিত ৷"