পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরিষেবা চালুর দ্বিতীয় দিনে 41 হাজার যাত্রীকে নিয়ে ওঠানামা করল 608 টি বিমান - অন্তর্দেশীয় বিমান পরিষেবা

কোনওরকম সমস্যা ছাড়াই 608 টি বিমান ওঠানামা করেছে দেশে । যাতে 41 হাজার 673 জনকে গন্তব্যে পৌঁছানো গেছে । টুইট করে জানান অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী।

ছবি
ছবি

By

Published : May 27, 2020, 12:48 PM IST

দিল্লি, 27 মে : অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হতেই দ্বিতীয় দিনে 41 হাজার যাত্রী যাতায়াত করলেন দেশের বিভিন্ন প্রান্তে । যার জন্য মোট 608 টি বিমান চলাচল করেছে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ।

গতকাল টুইট করে বিষয়টি জানান অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী । তিনি লেখেন, "কোনওরকম সমস্যা ছাড়াই 608 টি বিমান ওঠানামা করেছে দেশে । যাতে 41 হাজার 673 জনকে গন্তব্যে পৌঁছানো গেছে । "

মার্চের শেষের দিকে কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ হয় অন্তর্দেশীয় বিমান পরিষেবা । প্রায় দু'মাস পর বিমান চালানোর সিদ্ধান্ত নেয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক । ঠিক হয়, 25 মে থেকে ফের চালু হবে বিমান পরিষেবা । সেইমতোই সোমবার থেকে শুরু হয় বিমান ওঠানামা । পশ্চিমবঙ্গে আমফানের জেরে বিমান পরিষেবা স্থগিত আছে । চালু হবে আগামীকাল থেকে । সোমবার পরিষেবা শুরু হতেই 58 হাজার 318 জনকে নিয়ে রওনা দেয় 832 টি বিমান । তারপর গতকাল 41 হাজার মানুষ যাতায়াত করেন বিমানে । গতকাল দিল্লি থেকে 135 টি বিমান ছেড়েছে । দিল্লিতে পৌঁছেছে 140 টি বিমান । দুই মিলিয়ে 25 টি উড়ান বাতিল হয়েছে । এদিকে মুম্বইয়েও মোট 44 টি বিমান ওঠানামা করেছে ।

একটি বেসরকারি বিমান টিকিট বুকিং সংস্থার আধিকারিক জানান, সোমবারের তুলনায় দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবারে বিমান পরিষেবা আরও মসৃণ করা গেছে । যে সমস্যা শুরুর দিন একটু আধটু ছিল, গতকাল তা'ও দেখা যায়নি ।

এদিকে, সোমবারই বেঙ্গালুরু থেকে কোয়েম্বাটোর যাওয়া ইন্ডিগোর একটি বিমানে একজন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় । তাঁকে কোয়ারানটিনে রাখা হয়েছে । সংস্থার বক্তব্য, ওই ব্যক্তি সমস্ত নিয়ম মেনেই বিমানে উঠেছিলেন । এবং সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details