শ্রীনগর, 25 জানুয়ারি : গত 6 মাসে যেন 25-30 টা বছর পেরিয়ে গেছেন । ছবিতে স্পষ্ট চোখের কোণে বলিরেখা । সেই সঙ্গে মুখ ভরতি কাঁচা-পাকা দাড়ি । একঝলকে দেখলে মনে হতেই পারে বরফের দেশে কোনও এক আগন্তুক বা পর্যটক । চমকে যাবেন না, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার । প্রায় 6 মাস গৃহবন্দী ওমরের এই ছবি দেখে হকচকিয়ে গেছেন নেটিজ়েনরা । বাদ পড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়ও ।
উপত্যকায় 370 ধারা বাতিলের পর 4 আগস্ট ওমর আবদুল্লাকে আটক করা হয় । প্রায় 6 মাস হতে চলেছে । এখনও গৃহবন্দী তিনি । গৃহবন্দী দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ফারুখ আবদুল্লাও । সরকারের কাছে আবেদন করার পরেও কোনও সুরাহা হয়নি । এতদিন পর আজ প্রকাশ্যে এল ওমরের ছবিটি ।