কার্নাল (হরিয়ানা), 11 ডিসেম্বর : শুক্রবার 100তম জন্মদিন পালন করলেন ভারতের তিন বাহিনীতে কাজ করা একমাত্র সেনা আধিকারিক কর্নেল পৃথ্বীপাল সিং গিল । পৃথ্বীপাল সিং-ই একমাত্র ভারতীয় যিনি ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিসের তিন বাহিনীতেই কাজ করেছেন । জন্মদিনে সোশাল মিডিয়ায় 'থাম্বস আপ' ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন এই বিরল অভিজ্ঞতা সম্পন্ন ভারতীয় সেনা আধিকারিক ।
শতবর্ষে পা তিন বাহিনীতে কাজ করা একমাত্র অফিসারের - কর্নেল পৃথিপাল সিং গিল
রয়েল ইন্ডিয়ান এয়ার ফোর্সে পাইলট হিসেবে কেরিয়ার শুরু করেন পৃথ্বীপাল সিং গিল । এরপর নৌবাহিনীতে যোগ দেন । সব শেষে 1965-র যুদ্ধে গানার আধিকারিক হিসেবে ভারতীয় সেনার পদাতিক বাহিনীতে কাজ করেন ।
রয়েল ইন্ডিয়ান এয়ার ফোর্সে পাইলট হিসেবে কেরিয়ার শুরু করেন পৃথ্বীপাল সিং গিল । এরপর নৌবাহিনীতে যোগ দেন । সব শেষে 1965-র যুদ্ধে গানার আধিকারিক হিসেবে ভারতীয় সেনার পদাতিক বাহিনীতে কাজ করেন । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও তিনি ভারতীয় সেনার হয়ে লড়েছিলেন । শুরুতে মণিপুরে সেক্টর কমান্ডার হিসেবে অসম রাইফেলের হয়ে কাজ করেন পৃথ্বীপাল । পরে করাচিতে তৎকালীন বায়ুসেনা রয়্যাল আর্মির পাইলট হন । যদিও অতিরিক্ত ঝুঁকিপ্রবণ বায়ুসেনার কাজ পৃথ্বীপাল করুন চায়নি তাঁর পরিবার । এরপরই কর্নেল গিল দেবলীলার স্কুল অফ আর্টিলারিতে প্রশিক্ষণ নেন । কয়েক বছর পর 1965-র ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নেন । এই যুদ্ধে বিশেষ অবদান রয়েছে কর্নেলের । 1970 সালে কর্মজীবন থেকে অবসর নেন কর্নেল পৃথ্বীপাল সিং গিল ।
ভারতীয় সেনায় অতুলনীয় অবদানের পর অবসর জীবনে হরিয়ানার ফরিদকোট জেলার পাখি গ্রামের পারিবারিক জমিতে কৃষিকাজে নিজেকে ব্যস্ত রাখেন কর্নেল পৃথ্বীপাল।