হায়দরাবাদ, 24 এপ্রিল : দিল্লির নিজ়ামউদ্দিন এলাকার ধর্মীয় সমাবেশ থেকে ফিরে অনেকেই কোরোনায় আক্রান্ত হয়েছেন । কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, দেশে সেই সময় মোট কোরোনা আক্রান্তের 30 শতাংশের নিজ়ামউদ্দিন যোগ রয়েছে । এর মধ্যে অনেকের মৃত্যুও হয়েছে । এদিকে আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে। এই পরিস্থিতিতে মসজিদ কর্তৃপক্ষগুলি লকডাউনের নিয়ম মেনে বাড়িতে বসেই নমাজ পাঠের পরামর্শ দিচ্ছে । আজ হায়দরাবাদ মক্কা মসজিদের তরফেও আবেদন জানানো হয়, সকলে যেন এবার বাড়িতে বসেই রমজানের প্রার্থনা করেন ।
বাড়ি বসেই রমজানের নমাজ পাঠ করুন, আবেদন মক্কা মসজিদ কর্তৃপক্ষের - Mecca Masjid Superintendent
আজ হায়দরাবাদ মক্কা মসজিদের তরফে জানানো হয়, আগামীকাল থেকে সবাই যেন বাড়ি বসেই নমাজ পাঠ করেন ।
ছবি
এবিষয়ে হায়দরাবাদ মক্কা মসজিদের সুপারিনটেনডেন্ট মহম্মদ আবদুল কাদির সিদ্দি বলেন, "আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে । এই রমজান মাসে সকলে বাড়িতে থাকুন । সকলকে অনুরোধ আপনারা বাড়ি থেকে পরিবারের সঙ্গে প্রার্থনা করুন ।"
ইতিমধ্য়েই সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফার লকডাউন চলছে দেশে । তাই সবাই যাতে লকডাউন মেনে বাড়িতে থাকেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন, মসজিদে এসে ভিড় না জমান, তাই এই পদক্ষেপ বলে জানাচ্ছেন মহম্মদ আবদুল কাদির সিদ্দিকি ।