পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা মুক্ত হবে দেশ, ঘাড়ে কোপ মেরে খুন ওড়িশার পুরোহিতের

ব্রাহ্মণী দেবীর মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা 52 বছরের সরোজ কুমার প্রধান ৷ দেশকে কোরোনা মুক্ত করতে প্রধানকে নিজের জীবন উৎসর্গ করার পরামর্শ দেন ওই পুরোহিত ৷ বিষয়টি নিয়ে দু'জনের মধ্যে বেশ কথা কাটাকাটিও হয় ৷

By

Published : May 29, 2020, 11:07 AM IST

কোরোনা মুক্ত হবে দেশ, মন্দিরের মধ্য়ে নরবলি দিল ওড়িশা পুরোহিত
কোরোনা মুক্ত হবে দেশ, মন্দিরের মধ্য়ে নরবলি দিল ওড়িশা পুরোহিত

কটক, 29 মে: দেবীর সামনে মানব বলি দিলেই কোরোনা মুক্ত হবে দেশ ৷ এমনই নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন ৷ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন কুসংস্কারের বশবর্তী হয়ে মন্দিরের মধ্যে এক ব্য়ক্তির ঘাড়ে কোপ মেরে হত্য়া করলেন পুরোহিত ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার কটকের নরসিংহপুর থানার অন্তর্গত বানধুয়া এলাকায় ৷ অভিযুক্ত পুরোহিত 72 বছরের সংসারি ওঝা ৷ তিনি এলাকার ব্রাহ্মণী দেবী মন্দিরের পুরোহিত ৷ ঘটনার পর নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি ৷

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ৷ ব্রাহ্মণী দেবীর মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা 52 বছরের সরোজ কুমার প্রধান ৷ দেশকে কোরোনা মুক্ত করতে দেবীর কাছে প্রধানকে নিজের জীবন উৎসর্গ করার পরামর্শ দেন ওই পুরোহিত ৷ বিষয়টি নিয়ে দু'জনের মধ্যে বেশ কথা কাটাকাটিও হয় ৷ তর্কের মাঝেই ধারালো অস্ত্র দিয়ে সরোজ কুমার প্রধানের ধড় থেকে মাথা আলাদা করে দেন সংসারি ওঝা ৷ পুলিশি জেরায় অভিযুক্ত জানিয়েছেন, এই কাজের জন্য ঈশ্বরের কাছ থেকে স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি ৷ কিন্তু বানধুয়ার স্থানীয়রা অন্য কথা বলছেন ৷ তাদের মতে, কোনও স্বপ্নাদেশ-টপ্নাদেশ নয়, পুরনো আক্রোশে সরোজ কুমারকে খুন করেছে ওই পুরোহিত ৷ গ্রামের মধ্যে একটি আম বাগানকে কেন্দ্র করে বছর বাহান্নর সরোজের সঙ্গে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল সংসারি ওঝার ৷ সেদিন রাতে সরোজকে একলা পেয়ে খুন করেন ওই পুরোহিত ৷

পুলিশ অস্ত্রটি উদ্ধার করে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশ DIG সেন্ট্রাল রেঞ্জ আশিস কুমার সিং জানিয়েছেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন ৷ পরদিন সকালে হুঁশ ফিরতেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে ওই ব্যক্তি ৷" পুলিশ আরও জানিয়েছে, ওই পুরোহিত মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় ৷

ABOUT THE AUTHOR

...view details