ভুবনেশ্বর, 4 জানুয়ারি : বিজেপি নেতা খুনের ঘটনায় বিপাকে বিজেডি। ওড়িশার বিজেডি সরকারের আইনমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি নেতা খুনের অভিযোগ দায়ের হল। ওই মন্ত্রীর নাম প্রতাপ জেনা। নিহত বিজেপি নেতা কুলমণি বরালের ছেলে রমাকান্ত বরাল প্রতাপ-সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কুরমণি ছিলেন বিজেপির শিলাপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা আর মাহাঙ্গা ব্লকের প্রাক্তন চেয়ারম্যান। শনিবার সন্ধ্যায় তাঁকে খুন করা হয়। একই সঙ্গে মারা হয় তাঁর সহযোগী দিব্যাংশ বরালকেও। রমাকান্তের দাবি, তাঁর বাবা চারদিন আগে তাঁকে জানিয়েছিলেন যে ওড়িশার আইনমন্ত্রী তাঁর বাবা ও দিব্যাংশকে খুন করার হুমকি দিচ্ছিলেন।
ওড়িসায় নবীন পট্টনায়ক সরকারের আইন ছাড়াও পঞ্চায়েতি রাজ ও পানীয় জল, আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বে রয়েছেন প্রতাপ জেনা। তিনি মাহাঙ্গার বিধায়ক। ফলে, এই ঘটনায় চাপে পড়েছেন নবীন পটনায়কের সরকার। বিজেপিও সুযোগ বুঝে নবীন পটনায়কের উপর চাপ তৈরির কাজ শুরু করেছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।