জাজপুর(ওড়িশা), 27 এপ্রিল : লকডাউনে আটকে পড়েছিলেন মহারাষ্ট্রে । বেতন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি চলে আসবেন বলে ঠিক করেন ওড়িশার যুবক । ঠিক হয়, লকডাউন শেষ হলেই ফিরবেন । কিন্তু তারমধ্যেই লকডাউন বাড়ার জল্পনা শুরু হয় । যার জেরে আর কিছু না ভেবে তড়িঘড়ি বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন বছর 20-র মহেশ জেনা । 1700 কিমি সাইকেল চালিয়ে 7 দিনে মহারাষ্ট্র থেকে ওড়িশায় ফেরেন তিনি । চলে যান কোয়ারানটিনে । গতকাল কোয়ারানটিন শেষ করে অবশেষে বাড়ি ফিরলেন মহেশ ।
ওড়িশার জাজপুরের বাসিন্দা মহেশ । মাসিক 8000 টাকা বেতনে কাজ করতেন মহারষ্ট্রে । লকডাউন ঘোষণা হওয়ার পর কাজ থাকলেও বেতন বন্ধ হয়ে যায় । যার জেরে মহারাষ্ট্রে থাকা আর সম্ভব হয়নি । বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি । বন্ধুর থেকে ধার নেন 3000 টাকা । এরপর মহারাষ্ট্রের সাঙ্গলি থেকে 1 এপ্রিল সাইকেলে রওনা দেন তিনি । সারাদিনে প্রায় 14 থেকে 15 ঘণ্টা করে সাইকেল চালিয়ে অবশেষে 7 দিনের মাথায় জাজপুর পৌঁছান । জাজপুর ঢুকেই স্বাস্থ্যকর্মীদের জানান, তিনি মহারাষ্ট্র থেকে এসেছেন । স্বাস্থ্যকর্মীরা তাঁকে কোয়ারানটিনে নিয়ে যান । সেখান থেকেই গতকাল ছুটি পেয়ে বাড়ি ফেরেন তিনি ।