ভুবনেশ্বর, 26 মে : সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের পর এখন শুধু চলছে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানানোর পর্ব । হেভিওয়েট থেকে সাধারণ প্রার্থী বাদ পড়েনি কেউই । এই অভিনন্দন জানানোর পদ্ধতিকে অভিনবত্বের ছোঁয়া দিলেন ওড়িশার এক যুবক । নাম এল ঈশ্বর রাও । তিনি পেন্সিলের নিবে তৈরি করলেন প্রধানমন্ত্রী মোদি আর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের মুখ ।
ঈশ্বরের বাড়ি ওড়িশার এক প্রত্যন্ত গ্রাম জাটনিতে । অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও তাঁর শিল্প কর্মে বাধা পড়েনি । তার নিদর্শন পেন্সিলের ডগায় মোদির মুখ । সিসির মধ্যেও ফ্রেম তৈরি করে মোদির মুখ এঁকেছেন তিনি ।