পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা চিকিৎসায় যুক্ত স্বাস্থ্যকর্মীরা পাবেন ইনসেনটিভ, জানাল ওড়িশা সরকার - ওড়িশার স্বাস্থ্য দপ্তর

ওড়িশা সরকার কোরোনা যোদ্ধাদের জন্য ইনসেনটিভের ব্যবস্থা করেছে । স্টাফ নার্স, ফার্মাসিস্ট, রেডিয়োগ্রাফার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানসহ প্যারামেডিকেলরাও পাবেন এই ভাতা৷

Incentive to doctors for fighting Corona
Incentive to doctors for fighting Corona

By

Published : Jul 21, 2020, 3:28 AM IST

ভুবনেশ্বর 21 জুলাই : এবার কোরোনা রোগীদের চিকিৎসার সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীদের মিলবে ইনসেনটিভ৷ এমনটাই জানাল ওড়িশা সরকার । সোমবার সরকার এই সংক্রান্ত অনুমোদন দিয়েছে ।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সকল চিকিৎসক কোরোনা হাসপাতাল, কোভিড স্বাস্থ্যকেন্দ্রে, কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসা করছেন তাঁদের প্রতিদিন 1 হাজার টাকা করে ইনসেনটিভ দেওয়া হবে । স্টাফ নার্স, ফার্মাসিস্ট, রেডিয়োগ্রাফার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানসহ প্যারামেডিকেলরা প্রতিদিন 500 টাকা করে পাবেন । এবং গ্রুপ ডি-র কর্মচারীরা প্রতিদিন 200 টাকা করে পাবেন ।"

স্বাস্থ্য দপ্তরের বক্তব্য, এই ইনসেনটিভ প্রদানে স্বাস্থ্যকর্মীরা আরও বেশি করে উৎসাহিত হবেন। তাঁরা যেসব দিনে কোরোনায় আক্রান্তের চিকিৎসা করবেন সেইসব দিনে তাঁদের এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে । সমস্ত খরচ বহন করবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল (CRMF) । এমনকী, প্রতিটি কোরোনায় আক্রান্তের মৃত্যুর পরে সৎকারের জন্য সাড়ে সাত হাজার টাকা দেবে রাজ্য সরকার ।

ABOUT THE AUTHOR

...view details