ভুবনেশ্বর, 13 ডিসেম্বর : একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধ করতে দেশজুড়ে প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ এবার একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধে এগিয়ে এল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ ওড়িশার সম্বলপুরের গুমেই এলাকার এই স্বনির্ভর গোষ্ঠী শালপাতার থালা, বাটি ইত্যাদি তৈরি করছে ৷ তাদের এই উদ্যোগকে সফল করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সম্বলপুর প্রশাসন ৷ তাদের তরফে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্লাস্টিকের থালা, বাটি বা ওই জাতীয় জিনিসপত্রের ব্যবহার বন্ধ করার জন্য শালপাতার ব্যবহারে জোর দেওয়া হচ্ছে ৷
শালপাতা ব্যবহারের ফলে কেবল যে প্লাস্টিকের ব্যবহার কমছে তাই নয়, মহিলারাও আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠছেন ৷ এই কাজের প্রধান কাঁচামাল শালপাতা ৷ সুবিধে হল, এই শালপাতা মহিলাদের কিনতে হয় না ৷ নিয়ম করে প্রতিদিন সকালে জঙ্গল থেকে শালপাতা কুড়িয়ে আনেন ৷ তা নিয়ে আসেন প্রশিক্ষণ কেন্দ্রে ৷ সেখানে সবাই মিলে থালা, বাটি তৈরি করেন ৷ আর তাই বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে যা আয় হয়, তা মহিলাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় ৷
কী ভাবে তৈরি হয় প্লেট বা বাটি ? জঙ্গল থেকে শালপাতা কুড়িয়ে আনার পর হাতে করে সেই পাতাকে থালা ও বাটির আকার দেওয়া হয় । তারপর তা রোদে শুকোনো হয় । রোদ থেকে তুলে সেলাই করা হয় । তারপর তা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় ।