পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় নার্স - কেরালার বাসিন্দা ভারতীয় নার্স

সৌদি আরবে কর্মরত 100 জন ভারতীয় নার্সের দেহে নোভেল করোনা ভাইরাস পরীক্ষা করার পর একজনের দেহে এর আক্রমণ লক্ষ্য করা গেছে । তাঁর চিকিৎসা চলছে । কেরালার বাসিন্দা ওই মহিলার যাতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা হয়, তার জন্য বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।

Representational Image
ছবিটি প্রতীকী

By

Published : Jan 23, 2020, 8:22 PM IST

Updated : Jan 23, 2020, 9:28 PM IST

দিল্লি, 23 জানুয়ারি : সৌদি আরবে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম ভারতীয় । কেরালার বাসিন্দা ওই মহিলা নার্স হিসেবে সৌদি আরবে কর্মরত । ওই দেশে কর্মরত 100 জন ভারতীয় নার্সের শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করা হয় । যাতে একজনের দেহে এই ভাইরাসের আক্রমণ লক্ষ্য করা গেছে ।

বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ আজ একটি টুইট করে বিষয়টি জানান । তিনি টুইটে লেখেন, 100 জন ভারতীয় নার্সের মধ্যে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয় । তাঁরা বেশিরভাগই কেরালার বাসিন্দা । যাঁদের একজনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে । তাঁর চিকিৎসা চলছে সৌদি আরবের আসির ন্যাশনাল হাসপাতালে । তিনি চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন ।

এই ঘটনা সামনে আসার পরই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি লিখে পরিস্থিতির উপর নজর রাখার আর্জি জানিয়েছেন । পাশাপাশি, ওই নার্স যাতে সঠিক এবং পর্যাপ্ত চিকিৎসা পান, সেবিষয়ে সৌদি আরবের সঙ্গে কথা বলে নেওয়ার আবেদন করেন । চিঠিতে তিনি আরও লেখেন, সৌদি আরবের আজ়ির আবা আল হাসপাতালের নার্সদের মধ্যে করোনা ভাইরাসের আক্রমণ দেখা গেছে । বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে, প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক ।

করোনা ভাইরাস ইশুতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, "বেজিংয়ে থাকা ভারতীয় দূতাবাসকে সতর্ক করা হয়েছে । চিন কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ রেখেছে দূতাবাস । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । যেকোনওরকম সমস্যার জন্য দূতাবাস রয়েছে । জরুরি ভিত্তিক নম্বরও দেওয়া হয়েছে । ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রমণ দেখা যায়নি । বিদেশ থেকে আসা 60 টি বিমান ও 12828 জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে ।"

'নিউমোনিয়া'র বৈশিষ্ট্য যুক্ত এই নোভেল করোনা ভাইরাসের সম্পূর্ণ নয়া সংস্করণ চিনে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে । এবার এই ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা নিতে চলেছে কেন্দ্র ৷ গত তিনদিনে নতুন করে 139 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে চিনে । সেকথা মাথায় রেখে ভারতের বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে সতর্কতা ৷ কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তরফে যাত্রীবাহী বিমান পরিষেবা মন্ত্রককে সংশ্লিষ্ট বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে ৷ রাজধানীসহ মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরে বিশেষ থার্মাল স্ক্রিনিং চালু করতে বলা হয়েছে ৷

চিন থেকে আসা কোনও বিমানে কেউ যদি অসুস্থ বোধ করে তবে তা দ্রুত জানাতে বলা হয়েছে ৷ ভিন দেশ থেকে আসা সমস্ত বিমানের ক্ষেত্রেই বাড়তি সতর্কতা নেওয়া হবে ৷ পাশাপাশি গত বছরের 31 ডিসেম্বরের পর চিনের ইউহান শহর থেকে আসা সমস্ত যাত্রীদের বিস্তারিত তালিকাও চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ভালোভাবে যাচাই করে নিতে বলা হয়েছে ৷

চিন ও তার সংলগ্ন দেশগুলির ভারতীয় দূতাবাসগুলিতেও নোভেল করোনা ভাইরাস নিয়ে বার্তা দেওয়া হয়েছে ৷ চিনের বাইরে জাপান ও থাইল্যান্ডেও এই ভাইরাস সংক্রমণের খবর এসেছে ৷ এর আগে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা SARS-এর সংক্রমণে সারা বিশ্বে প্রায় 800 জনের মৃত্যু হয়েছিল । এই ভাইরাসটির সঙ্গে করোনা ভাইরাসের চরিত্রের বিশেষ মিল রয়েছে ৷ তাই রয়েছে আতঙ্ক ৷ সবমিলিয়ে পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র ৷

Last Updated : Jan 23, 2020, 9:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details