পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আক্রান্তের সংখ্যা কম, দিল্লিতে 9900 বেড খালি : কেজরি - দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির কোরোনা সংক্রমণের সাম্প্রতিক পরিস্থিতির কথা জানিয়ে টুইট করেন কেজরিওয়াল । টুইটে তিনি লেখেন, দিল্লির আরও বেশি সংখ্যক মানুষ বাড়িতেই সুস্থ হচ্ছেন । হাসাপাতালে চিকিৎসারতদের সংখ্যা 6200 থেকে কমে 5300 হয়েছে । আজ 9900 কোরোনা বেড খালি ।

arvind
arvind

By

Published : Jul 5, 2020, 5:45 PM IST

আক্রান্তের সংখ্যা কম,দিল্লিতে9900বেড খালি : কেজরি

দিল্লি, 5জুলাই : দিল্লির হাসপাতালগুলিতেকোরোনা সংক্রমিতের সংখ্যা আগের থেকে কম । আপাতত9,900টিCOVIDবেড খালি রয়েছে বলে জানালেন দিল্লিরমুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । বাড়িতে চিকিৎসায় অনেক আক্রান্ত সুস্থ হয়েছে বলেদাবি করেন তিনি ।

দিল্লিরকোরোনা সংক্রমণের সাম্প্রতিক পরিস্থিতির কথা জানিয়ে টুইট করেন কেজরিওয়াল ।দিল্লিতে আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগেরই এখন হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হচ্ছেনা বলে টুইটে উল্লেখ করেন ।

কেজরিওয়ালটুইটে লেখেন, "আরওকম সংখ্যক আক্রান্ত ব্যক্তির হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হচ্ছে । দিল্লির আরও বেশিসংখ্যক মানুষ বাড়িতেই সুস্থ হচ্ছেন । যদিও গত সপ্তাহে প্রায় প্রতিদিন গড়ে2300মানুষ সংক্রমিত হয়েছেন । কিন্তুহাসাপাতালে চিকিৎসারতদের সংখ্যা6200থেকে কমে5300হয়েছে । আজ9900কোরোনা বেড খালি ।"

স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দিল্লিতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 94,695 । তার মধ্যে 26,148 সক্রিয় কোরোনা আক্রান্ত রয়েছেন । 65,624 সংক্রমিত ইতিমধ্যেই সুস্থ হয়েছেন । কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2,923জনের ।

ABOUT THE AUTHOR

...view details