দিল্লি, 14 মার্চ : ভারতে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 94 । নতুন করে মহারাষ্ট্রে ন'জন, রাজস্থানে এক জন ও উত্তরপ্রদেশে এক জন কোরোনায় আক্রান্ত হয়েছে । তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশ থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন বলে জানা গেছে । এই 89 জনের সঙ্গে যোগাযোগে ছিল এমন 4000 জনকে আইসোলেশনে রাখা হয়েছে । অন্যদিকে, সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ 48 হাজার 51-তে ।
লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এক লাফে মৃতের সংখ্যাও অনেকটা বেড়েছে ইট্যালিতে । আতঙ্ক বাড়ছে । একে একে আইসোলেশনে বাড়ছে রোগীর সংখ্যা । এই পরিস্থিতিতে একাধিক জায়গায় বাড়ছে আতঙ্ক । তবে, আতঙ্ক ছেড়ে সুরক্ষিত থাকার নির্দেশ দিচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা ।
পরিস্থিতি খতিয়ে দেখে আজই স্বরাষ্ট্রমন্ত্রক কোরোনার আক্রমণকে উল্লেখযোগ্য বিপর্যয় হিসেবে বিবেচনা করেছে । পাশাপাশি কোরোনায় মৃতের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেছে ।