পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 7, 2020, 5:49 PM IST

ETV Bharat / bharat

জার্মানিতে আক্রান্তের সংখ্যা বেড়ে 1 লাখ 83 হাজার

বেড়েই চলেছে আক্রান্ত৷ জার্মানিতে গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হলেন 301 জন৷ অন্যদিকে একদিনে মৃত্য়ু হল 22 জনের৷ এখনও অবধি সুস্থ হয়েছেন 1 লাখ 69 হাজার মানুষ ৷

number of corona cases in Germany
জার্মানিতে বাড়ল আক্রান্ত৷

বার্লিন, 7 জুন : জার্মানিতে গত 24 ঘণ্টায় নতুন করে 301 জন কোরোনা আক্রান্ত হলেন ৷ এর ফলে সে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 লাখ 83 হাজার 979 ৷ আজ এই তথ্য দিল জার্মানির রবার্ট কোচ ইনস্টিটিউট ৷

অন্যদিকে, COVID-19 আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় জার্মানিতে মৃত্যু হয়েছে 22 জনের ৷ যা তার আগের দিনের মৃতের সংখ্যার (33) চেয়ে কিছুটা কম ৷ এর ফলে জার্মানিতে মোট মৃতের সংখ্যা হল 8 হাজার 668 জন ৷ অন্যদিকে, এখনও অবধি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন 1 লাখ 69 হাজার মানুষ ৷

গোটা জার্মানি আক্রান্ত হলেও সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে ব্যাভেরিয়া (47,334) প্রদেশে৷ এরপরই রয়েছে উত্তর রাইনে-ওয়েস্টফালিয়া (38,616) ও বাদেন-উরতেমবার্গ ৷ অন্যদিকে বার্লিনে আক্রান্তের সংখ্যা 6 হাজার 997৷

এদিকে, বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে 68 লাখ 91 হাজার 213 জন। মৃত্যু হয়েছে প্রায় চার লাখ মানুষের। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত অ্যামেরিকায়। তারপরই রয়েছে ব্রাজ়িল, রাশিয়া, ইংল্যান্ড ও ভারত । চিনে গত ডিসেম্বরে দেখা দেওয়া এই ভাইরাসের এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি ৷ বিশ্বের অধিকাংশ দেশেই বর্তমানে COVID-19 সংক্রমণ কার্যত নিয়ন্ত্রণের বাইরে ৷

ABOUT THE AUTHOR

...view details