পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশজুড়েই NRC হবে, রাজ্যসভায় ঘোষণা অমিত শাহের - ধর্মের ভিত্তিতে NRC হবে না

রাজ্যসভায় আজ অমিত শাহ বলেন , "NRC (নাগরিক পঞ্জি) প্রত্যেক ভারতীয়কে নাগরিক তালিকাভুক্ত করার একটি প্রক্রিয়া মাত্র ৷ নাগরিকত্ব সংশোধনী বিল ও নাগরিক পঞ্জি এক নয় ৷  ভারতের প্রত্যেক ধর্মের মানুষকে NRC-র অন্তর্ভুক্ত করা হবে ৷ ধর্মের ভিত্তিতে NRC হবে না ৷  "

amit

By

Published : Nov 20, 2019, 5:00 PM IST

Updated : Nov 20, 2019, 6:44 PM IST

দিল্লি , 20 নভেম্বর : সারা দেশ জুড়েই NRC কার্যকর হবে ৷ তবে দেশের কোনও ধর্মের লোকজনের এই বিষয়ে চিন্তিত হওয়ার দরকার নেই ৷ আজ রাজ্যসভায় NRC প্রসঙ্গে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

রাজ্যসভায় আজ অমিত শাহ বলেন , "NRC (নাগরিক পঞ্জি) প্রত্যেক ভারতীয়কে নাগরিক তালিকাভুক্ত করার একটি প্রক্রিয়া মাত্র ৷ নাগরিকত্ব সংশোধনী বিল ও নাগরিক পঞ্জি এক নয় ৷ ভারতের প্রত্যেক ধর্মের মানুষকে NRC-র অন্তর্ভুক্ত করা হবে ৷ ধর্মের ভিত্তিতে NRC হবে না ৷ "

চলতি বছরে অসমে NRC প্রকাশিত হয় ৷ প্রায় 19 লাখ বাসিন্দার নাম সেই তালিকা থেকে বাদ পড়ে ৷ অমিত শাহ আজ জানান, অসমে প্রয়োজনে আবার NRC হবে ৷ যাঁদের নাম NRC-তে নেই তাঁরা ট্রাইবুনালে যেতে পারবেন এবং সেজন্য তাঁদের আর্থিকভাবে সাহায্য করবে অসম সরকার ৷

অমিত শাহ আরও বলেন , "হিন্দু , বৌদ্ধ, জৈন , খ্রিষ্টান , শিখ , পার্সি শরণার্থীদের এই দেশে নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব কেন্দ্রের ৷ সে কারণেই নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছে ৷ বাংলাদেশ, পাকিস্তান ,আফগানিস্তান থেকে আসা যে শরণার্থীরা ধর্মীয় হিংস্রতার শিকার, তাঁরাও এই বিলের মাধ্যমে নাগরিকত্ব পাবেন ৷ "

লোকসভায় বিলটি পেশ করেছিল NDA সরকার ৷ পরে সেটি সংসদীয় যৌথ কমিটির কাছে পাঠানো হয় ৷ এখনও বিলটি লোকসভায় পাশ হয়নি ৷

Last Updated : Nov 20, 2019, 6:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details