পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NRC সাম্প্রদায়িক বিভাজন বাড়াচ্ছে : অধীর - রাজ্যে NRC আতঙ্ক

NRC প্রসঙ্গে ফের কেন্দ্রের সমালোচনা করলেন কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, "NRC-র জন্য সমাজে সাম্প্রদায়িকতা বাড়ছে  ৷ বিভাজন তৈরি হচ্ছে ৷  NDA সরকারকে নিশানা করে আজ একথা বলেন কংগ্রেস সাংসদ ৷

NRC সাম্প্রদায়িক বিভাজন বাড়াচ্ছে : অধীর

By

Published : Nov 21, 2019, 8:45 PM IST

দিল্লি, 21 নভেম্বর : NRC প্রসঙ্গে ফের কেন্দ্রের সমালোচনা করলেন কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, "NRC-র জন্য সমাজে সাম্প্রদায়িকতা বাড়ছে ৷ বিভাজন তৈরি হচ্ছে ৷ NDA সরকারকে নিশানা করে আজ একথা বলেন কংগ্রেস সাংসদ ৷

অধীর বলেন, "NRC ইশু নিয়ে বিভাজন এবং সাম্প্রদায়িকতার পথে এগোনো উচিৎ নয় ৷ দেশ গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ মানুষের নজর অন্যদিকে ঘোরাতে NRC ও অন্যান্য ইশু সামনে নিয়ে আসছে সরকার ৷ আমার মনে হয় সরকার আমাদের সমাজকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভেঙে ফেলতে সবরকম উদ্যোগ নিয়েছে ৷ "

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যসভায় জানান, ভারতের সমস্ত নাগরিককে NRC -র আওতায় আনা হবে ৷ অসমে NRC প্রকাশিত হয়েছিল 31 অগাস্ট ৷ সেই তালিকায় নাম ছিল 3 কোটি 11 লাখ নাগরিকের ৷ বাদ পড়েছিল প্রায় 19 লাখ নাম ৷

NRC নিয়ে আতঙ্কে রয়েছে এখন পশ্চিমবঙ্গ । বিরোধী দলগুলি ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে NRC-র প্রাসঙ্গিকতা নিয়ে ৷ আজ সেই বিতর্কই ফের উসকে দিলেন অধীর রঞ্জন চৌধুরি ৷

ABOUT THE AUTHOR

...view details