দিল্লি, 21 নভেম্বর : NRC প্রসঙ্গে ফের কেন্দ্রের সমালোচনা করলেন কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, "NRC-র জন্য সমাজে সাম্প্রদায়িকতা বাড়ছে ৷ বিভাজন তৈরি হচ্ছে ৷ NDA সরকারকে নিশানা করে আজ একথা বলেন কংগ্রেস সাংসদ ৷
অধীর বলেন, "NRC ইশু নিয়ে বিভাজন এবং সাম্প্রদায়িকতার পথে এগোনো উচিৎ নয় ৷ দেশ গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ মানুষের নজর অন্যদিকে ঘোরাতে NRC ও অন্যান্য ইশু সামনে নিয়ে আসছে সরকার ৷ আমার মনে হয় সরকার আমাদের সমাজকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভেঙে ফেলতে সবরকম উদ্যোগ নিয়েছে ৷ "