পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাশ্মীরের ফর্সা মেয়েদের বিয়ে করতে বাধা রইল না, বললেন BJP বিধায়ক - Bikram Shaini

370 বিলোপের গুরুত্ব বোঝাতে গিয়ে উত্তরপ্রদেশের খাতাউলির BJP বিধায়ক বিক্রম সাইনি বলেন, ''BJP কর্মীরা চাইলে কাশ্মীরে জমি কিনতে পারবেন, বিয়েও করতে পারবেন ফর্সা মেয়েদের ৷'' মঙ্গলবার মুজফফরনগরে 370 ধারা বিলোপ উদযাপন অনুষ্ঠানে এমনই একটি মন্তব্য করেন তিনি ৷

বিজেপি এমএলএ

By

Published : Aug 7, 2019, 10:45 PM IST

লখনউ, 7 অগাস্ট : 370 ধারা প্রত্যাহার নিয়ে বলতে গিয়ে বিতর্কে জড়ালেন এক BJP বিধায়ক ৷ তিনি বলেন, কাশ্মীরের ফর্সা মেয়েদের বিয়ে করতে আর বাধা রইল না ৷

কেন্দ্র কেন জম্মু ও কাশ্মীরকে এতটা গুরুত্ব দিল, কেনই বা বিশেষ মর্যাদা হারাল এই রাজ্য, পরিণত হল কেন্দ্রশাসিত অঞ্চলে ৷ এই কথাগুলোই বোঝাচ্ছিলেন উত্তরপ্রদেশের খাতাউলির BJP বিধায়ক বিক্রম সাইনি৷ এর মধ্যে তিনি উল্লেখ করলেন, ''দলীয় কর্মীরা এবার কাশ্মীরের ফর্সা মেয়েদের বিয়ে করতে পারবেন ৷''

তিনি 370 বিলোপের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, ''BJP কর্মীরা চাইলে কাশ্মীরে জমি কিনতে পারবেন, বিয়েও করতে পারবেন ফর্সা মেয়েদের ৷'' মঙ্গলবার মুজফফরনগরে 370 ধারা বিলোপ উদযাপন অনুষ্ঠানে এমনই একটি মন্তব্য করেন তিনি ৷

তাঁর কথায়, দলীয় কর্মীদের মধ্যে যাঁরা অবিবাহিত, তাঁরা চাইলে সেখানে গিয়ে বিয়ে করতে পারবেন ৷ কাশ্মীরে বিয়ে করতে কোনও বাধা নেই ৷ তিনি বলেন, হিন্দু হোক কিংবা মুসলিম সারা দেশজুড়ে এই 370 ধারা বিলোপ নিয়ে উদযাপনে সামিল প্রত্যেকেই৷ কাশ্মীরের মানুষের মুক্তির উৎসব হিসেবে তিনি উল্লেখ করেন দিনটিকে ৷

তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক বাধে ৷ তবে নিজের বক্তব্যে অনড় ওই বিধায়ক বলেন, তিনি যা বলেছেন তাতে আপত্তিকর কিছু নেই ৷

ABOUT THE AUTHOR

...view details