অমরাবতী, 22 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ব্যবহৃত বাড়িটিকে সাতদিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিল APCRDA (অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি) । কৃষ্ণা নদীর তীরে অবস্থিত 1.3 একর জমির উপর অবস্থিত বাড়িটিতে বর্তমানে থাকেন চন্দ্রবাবু । বাড়ির আসল মালিক যদিও লিঙ্গমণি রমেশ বলে এক ব্যক্তি । APCRDA জানিয়েছে, ওই বাড়িটি কৃষ্ণা নদীর স্বাভাবিক গতিপ্রবাহকে ব্যাহত করছে এবং বাড়িটি পরিবেশ বিষয়ক বেশ কয়েকটি আইন ভাঙছে । জানা গেছে, নিজের খরচে বাড়িটিতে এক বিশাল সুইমিং পুল ও হেলিপ্যাড তৈরি করেছিলেন চন্দ্রবাবু ।
যদিও বাড়ির মালিকের আইনজীবীর দাবি, সংশ্লিষ্ট পঞ্চায়েতের থেকে অনুমতি নিয়েই বাড়িটি তৈরি করা হয়েছিল । নিয়মিত সম্পত্তি কর দেওয়া হয় । APCRDA-র কাছে আইনজীবীরা 10 দিন সময় চেয়েছেন সমস্ত বৈধ নথি পেশ করার জন্য । তবে APCRDA সাফ জানিয়ে দিয়েছে, সাতদিনের মধ্যে বাড়িটি ভাঙা না হলে তারা নিজেরাই তা ভেঙে দেবে ।