পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রচারমূলক ভিডিয়োয় দোষ নেই, বলছেন বিশেষজ্ঞরা; প্রাক্তন DGP-র বিরুদ্ধে পদক্ষেপ চায় বিরোধীরা

গুপ্তেশ্বর পান্ডে মঙ্গলবার স্বেচ্ছাবসর নিয়েছেন এবং বিধানসভা নির্বাচন বা লোকসভা আসনের জন্য উপনির্বাচনে লড়তে তিনি তৈরি। এই ভিডিয়োতে বক্সারের বাসিন্দা ১৯৮৭-র ব্যাচের এই IPS অফিসারকে দেখানো হচ্ছে সেই একলা নায়ক হিসেবে, যিনি সুশান্ত সিং রাজপুত মামলায় ন্যায় পাইয়ে দিয়েছেন।

Gupteshwar Pandey
Gupteshwar Pandey

By

Published : Sep 25, 2020, 7:37 AM IST

পটনা, 25 সেপ্টেম্বর : বিহারের প্রাক্তন DGP গুপ্তেশ্বর পান্ডে ফের একবার সবার চোখ টানছেন তাঁর সাম্প্রতিক ভিডিয়োয়, যা তাঁকে ‘বিহারের রবিন হুড’ হিসেবে তুলে ধরেছে। রাজনৈতিক মহলের একটা অংশের মতে, চাকরিতে থাকাকালীন পান্ডে ইউনিফর্ম পরে আত্মপ্রচারমূলক ভিডিয়ো শুট করে তাঁর ক্ষমতা ও পদের অপব্যবহার করেছেন। যদিও বিশেষজ্ঞরা স্পষ্টই বলছেন যে নিয়মনীতি ও আচরণবিধি মেনে চললে আত্মপ্রচারে কোনও দোষ নেই।

প্রাক্তন DGP এস কে ভরদ্বাজ ETV ভারতকে ফোনে বলেন, “রুল বুক বলছে যে আপনি সার্ভিস রুল না ভেঙে যা খুশি করতে পারেন। আত্মপ্রচারে কোনও দোষ নেই। এটা কোনও বড় বিষয়ই নয়। IPSদের সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার স্বাধীনতা আছে, কিন্তু সেটা ব্যক্তিগত লাভের জন্য নয়। আমি বলতে চাইছি যে আপনি সেই কাজের জন্য কোনও ফি নিতে বা আর্থিক লেনদেন করতে পারবেন না। আপনি গাইতে পারেন, নাচতে পারেন, পারফর্ম করতে পারেন।”

বিগ বস খ্যাত দীপক ঠাকুরের কম্পোজ় করা এই ভিডিয়ো দু’দিনের মধ্যেই সোশাল মিডিয়ায় হাজার হাজার লাইক পেয়েছে।

পান্ডে মঙ্গলবার সার্ভিস থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন এবং বিধানসভা নির্বাচন বা লোকসভা আসনের জন্য উপনির্বাচনে লড়তে তিনি তৈরি। এই ভিডিয়োতে বক্সারের বাসিন্দা ১৯৮৭-র ব্যাচের এই আইপিএস অফিসারকে দেখানো হচ্ছে সেই একলা নায়ক হিসেবে, যিনি সুশান্ত সিং রাজপুত মামলায় ন্যায় পাইয়ে দিয়েছেন।

শুধু ভরদ্বাজ নন, এমনকী বিহার পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মৃত্যুঞ্জয় তিওয়ারির গলাতেও একই সুর শোনা গেছে, এবং তিনি বলেছেন যে এই ভিডিও সমাজকে একটা সদর্থক বার্তা দিচ্ছে, এবং এতে কোনও পুলিশ অফিসারকে পুলিশ ম্যানুয়াল লঙ্ঘন করতে দেখা যায়নি। তিওয়ারি বলেন, “IPS অফিসার, SHO বা কনস্টেবল, যে কেউ সমাজকে ভাল বার্তা দিতে চেয়ে ভিডিও তৈরি করলে তার বিরোধিতা করা যায় না। একমাত্র শর্ত হল যে এধরণের কাজকর্মের জন্য আর্থিকভাবে লাভবান হওয়া যাবে না।”

গুপ্তেশ্বর পাদপ্রদীপের আলোয় আসেন এবং জাতীয় স্তরে নজরে পড়েন যখন তিনি সুশান্তের বাবা কে কে সিংহের FIR-এর ভিত্তিতে তদন্ত করতে চার সদস্যের টিম মুম্বই পাঠান।

যদিও বিরোধী নেতা এবং RJD বিধায়ক ভাই বীরেন্দ্র গুপ্তেশ্বরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন যে তিনি উর্দির অপমান করেছেন। তিনি এই প্রাক্তন শীর্ষ পুলিশকর্তার বিরুদ্ধে পদক্ষেপেরও দাবি করেছেন।

বীরেন্দ্র জোর দিয়ে বলেন, “এটা অত্যন্ত লজ্জাজনক যে DGP নিজেকে বিহারের রবিন হুড দাবি করে ভিডিও শ্যুট করেছেন। তিনি গোটা পুলিশি ব্যবস্থাকে বিরাট লজ্জায় ফেলেছেন। তিনি তাঁর উর্দির অপমান করেছেন এবং রাজ্য সরকারের উচিত তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”

চার মিনিট ষোলো সেকেন্ডের ভিডিওতে গুপ্তেশ্বরকে দেখানো হয়েছে, সানগ্লাস আর ইউনিফর্ম পরে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে দু-হাত প্রসারিত করছেন। এই ভিডিওতে আগাগোড়া প্রাক্তন ডিজিপির ওপর প্রশংসা বর্ষণ করা হয়েছে।

বহু অ্যাঙ্গল থেকে শ্যুটিং করা হয়েছে যেখানে তাঁকে কাজে ব্যস্ত দেখানো হচ্ছে। তাঁকে সিঙ্ঘম হিসেবে দেখিয়ে বলা হচ্ছে যে অপরাধীরা তাঁর নামে কাঁপে। গুলি ও পুলিশ সাইরেনের শব্দ ব্যবহারের সঙ্গে তাঁকে জনতার হিরো এবং দুষ্কৃতীদের শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে।

BJP মুখপাত্র ডক্টর আফজার শামসি এবিষয়ে কিছু বলতে অস্বীকার করেন এবং দাবি করেন যে প্রাক্তন DG-র ভিডিও সম্পর্কে তিনি কিছু জানেন না।

আরও কয়েকজন কর্মরত ও অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের সঙ্গেও কথাবার্তায় উঠে এসেছে, যে গুপ্তেশ্বর পান্ডে যা করেছেন সেটা পুলিশ ম্যানুয়াল এবং আচরণবিধি লঙ্ঘন নয়। স্বেচ্ছাবসর নেওয়ার পর সাংবাদিক বৈঠকে অনেক সাংবাদিকই তাঁর কাছে ভিডিয়ো সম্পর্কে প্রশ্ন করেন যার উত্তরে তিনি বলেন যে দীপক কুমার নামে একজন এটা তৈরি করেছেন। এ নিয়ে বেশি কিছু তিনি বলতে চাননি।

যেভাবে গুপ্তেশ্বর পান্ডে সুশান্তের আত্মহত্যা মামলার পুরো পর্বটাকে নিয়েছিলেন, গুঞ্জন ছিল যে তিনি শেষপর্যন্ত রাজনীতিতে আসবেন। সেই জল্পনাই এখন বাস্তব হল।

ABOUT THE AUTHOR

...view details