পুনে , 8 সেপ্টেম্বর:প্রয়াত বিশিষ্ট রেডিয়ো জ্যোতির্বিদ গোবিন্দ স্বরূপ ৷ গতকাল রাতে মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল 91 বছর ৷ ন্যাশনাল সেন্টার ফর রেডিয়ো অ্যাস্ট্রো ফিজ়িক্সের (NCRA) -র তরফে একথা জানানো হয়েছে ৷
বিশিষ্ট এই বিজ্ঞানীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে প্রধানমন্ত্রী ৷ তিনি তাঁকে ব্যতিক্রমী বিজ্ঞানী হিসেবে আখ্যা দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী একটি টুইট করে বলেন , " অধ্যাপক গোবিন্দ স্বরূপ ছিলেন একজন ব্যতিক্রমী বিজ্ঞানী । রেডিয়ো জ্যোতির্বিদ্যায় তাঁর অগ্রণী কাজ বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। তাঁর পরিবারের প্রতি আমারা সমবেদনা রইল ৷ " এর পাশাপাশি তিনি একটি সূত্র ট্যাগ করেন টুইটারে ৷ যেখানে একটি এই বিশিষ্ট বিজ্ঞানীকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি ৷ সবাইকে তা পড়ার অনুরোধ জানান ৷