পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত বিজ্ঞানী গোবিন্দ স্বরূপ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর - প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী গোবিন্দ স্বরূপ

গতকাল রাতে মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷

Govind Swarup
গোবিন্দ স্বরূপ

By

Published : Sep 8, 2020, 10:58 PM IST

পুনে , 8 সেপ্টেম্বর:প্রয়াত বিশিষ্ট রেডিয়ো জ্যোতির্বিদ গোবিন্দ স্বরূপ ৷ গতকাল রাতে মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল 91 বছর ৷ ন্যাশনাল সেন্টার ফর রেডিয়ো অ্যাস্ট্রো ফিজ়িক্সের (NCRA) -র তরফে একথা জানানো হয়েছে ৷

বিশিষ্ট এই বিজ্ঞানীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে প্রধানমন্ত্রী ৷ তিনি তাঁকে ব্যতিক্রমী বিজ্ঞানী হিসেবে আখ্যা দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী একটি টুইট করে বলেন , " অধ্যাপক গোবিন্দ স্বরূপ ছিলেন একজন ব্যতিক্রমী বিজ্ঞানী । রেডিয়ো জ্যোতির্বিদ্যায় তাঁর অগ্রণী কাজ বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। তাঁর পরিবারের প্রতি আমারা সমবেদনা রইল ৷ " এর পাশাপাশি তিনি একটি সূত্র ট্যাগ করেন টুইটারে ৷ যেখানে একটি এই বিশিষ্ট বিজ্ঞানীকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি ৷ সবাইকে তা পড়ার অনুরোধ জানান ৷


1929 সালে জন্ম নেন ভারতের রেডিয়ো জ্যোতির্বিদ্যার অন্যতম পথিকৃৎ। NCRA-র তরফে জানানো হয়েছে , তিনি তাঁর গুরুত্বপূর্ণ গবেষণামূলক অবদানের জন্যই নয়, উটি রেডিয়ো টেলিস্কোপ এবং জায়ান্ট মেট্রেওয়েভ রেডিয়ো টেলিস্কোপ (GMRT)-এর মতো উচ্চতর উদ্ভাবনী , বিশ্বমানের রেডিয়ো টেলিস্কোপ তৈরিতে তাঁর নেতৃত্বের জন্যও তিনি পরিচিত ছিলেন ৷ তারপর থেকেই ভারত রেডিও জ্যোতির্বিজ্ঞানের গবেষণার জন্য শীর্ষস্থানে পৌঁছায় ৷

বিশিষ্ট বিজ্ঞানী স্বরূপ 1950 সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে M.Sc এবং 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে Ph.D. ডিগ্রি অর্জন করেন ৷ তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন ৷ পদ্মশ্রী, ভাটনগর পুরস্কার এবং গ্রোট রেবার মেডেল পেয়েছিলেন।

ABOUT THE AUTHOR

...view details