দিল্লি, 21 মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করছেন নরেন্দ্র মোদি, অভিযোগ করলেন অরবিন্দ কেজরিওয়ালের।
গত শনিবার পঞ্জাবে কেজরিওয়াল জানিয়েছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মতো তাঁকে তাঁর ব্যাক্তিগত দেহরক্ষীরা হত্যা করতে পারে । সেদিন তিনি বলেন, " ভারতীয় জনতা পার্টি আমাকে হত্যা করার জন্য উঠে পরে লেগেছে, একদিন আমাকে মেরে ফেলবে ।"
তিনি আরও বলেন ," ইন্দিরা গান্ধির মত BJP আমার দেহরক্ষীদের দিয়ে আমাকে খুন করাবে, আমার নিরাপত্তা আধিকারিকরা BJP-র কাছে রিপোর্ট করে ।"
দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে BJP নেতা বিজয় গোয়েল টুইটারে লেখেন, " নিজের দেহরক্ষীদের সন্দেহ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক । এই কাজ করে দিল্লি পুলিশের মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন । আপনি আপনার দেহরক্ষী নিজেই পছন্দ করতে পারেন আর এবিষয়ে কোনও সাহায্য দরকার হলে আমাকে জানান । আপনার দীর্ঘ জীবন কামনা করি।"
এই টুইটের জবাবে কেজরিওয়াল বলেন, " আমার দেহরক্ষীরা নয়, আমাকে মারতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।"