পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আন্দোলনরত বাস চালকের মৃত্যু , সিদ্ধান্তে অনড় চন্দ্রশেখর রাও - Telangana

নিজের অবস্থানেই অনড় কে চন্দ্রশেখর রাও ৷ রাজ্যে বাস পরিষেবা বিঘ্নিত করার চেষ্টা করলে যে কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি ৷ বাস ডিপোগুলিতে অতিরিক্ত পুলিশ ও CCTV বসানো হয়েছে ৷ আজ চন্দ্রশেখর রাও বলেন, "আমরা ভয় পাইনি ৷ আমরা বাস পরিষেবা বন্ধের জন্য যেকোনও প্রচেষ্টা বা বিক্ষোভ বরদাস্ত করব না ৷ "

আন্দোলনরত বাস চালকের মৃত্যু , সিদ্ধান্তে অনড় চন্দ্রশেখর রাও

By

Published : Oct 13, 2019, 7:13 PM IST

হায়দরাবাদ, 13 অক্টোবর : বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবি ছিল ৷ আদায় না হওয়ায় ধর্মঘটে গেছিল ৷ তার পরই তেলাঙ্গানা সরকার 48 হাজার বাস কর্মীকে বরখাস্ত করে ৷ পরিস্থিতি জটিল হলেও নিজেদের অবস্থান থেকে তিনি যে পিছু হটবেন না, তা রবিবার ফের একবার স্পষ্ট করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ আর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল একটি মৃত্যুকে কেন্দ্র করে ৷

TSRTC-র বিভিন্ন দাবি না মানায় শ্রীনিবাস রেড্ডি নামে এক বাস চালক গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ তাঁর শরীরের প্রায় 90 শতাংশ পুড়ে গেছিল ৷ আজ সকালে অ্যাপোলো ডিআরডিও হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনার পর আন্দোলনকারীদের বিক্ষোভ আরও জোরদার হয়ে ওঠে ৷ শ্রীনিবাসের মৃত্যুর প্রতিবাদে খাম্মামে বনধের ডাক দিয়েছে RTC ৷

আজ তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার সংগঠনের ধর্মঘট নবম দিনে পড়ল ৷ ইতিমধ্যেই TSRTC-কে কোনওভাবেই সরকারের সঙ্গে সংযুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তেলাঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ সড়ক পরিবহন সংস্থার সংগঠনের নেতাদের সঙ্গে কোনওরকম বৈঠকে বসতে চান না, এ কথাও স্পষ্ট করে দেন ৷ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে ধর্মঘটে সামিল TSRTC কর্মচারীদের কোনও পরিস্থিতিতেই কাজে ফেরত নেওয়া হবে না ৷ 5 অক্টোবরের মধ্যে কাজে যোগদান করেননি এমন কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে ৷ এই ঘটনায় প্রায় 48 হাজার RTC কর্মচারী কর্মহীন হয়ে পড়েন ৷ অন্যদিকে, ধর্মঘটের প্রভাব যাতে সাধারণ জনজীবনে না পড়ে তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ৷

নিজের অবস্থানেই অনড় কে চন্দ্রশেখর রাও ৷ রাজ্যে বাস পরিষেবা বিঘ্নিত করার চেষ্টা করলে যে কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি ৷ বাস ডিপোগুলিতে অতিরিক্ত পুলিশ ও CCTV বসানো হয়েছে ৷ আজ চন্দ্রশেখর রাও বলেন, "আমরা ভয় পাইনি ৷ আমরা বাস পরিষেবা বন্ধের জন্য যেকোনও প্রচেষ্টা বা বিক্ষোভ বরদাস্ত করব না ৷ "

আজ তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার সংগঠনের ধর্মঘট নবম দিনে পড়ল ৷ ইতিমধ্যেই TSRTC-কে কোনওভাবেই সরকারের সঙ্গে সংযুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চন্দ্রশেখর রাও ৷ শুধু তাই নয়, সড়ক পরিবহন সংস্থার সংগঠনের নেতাদের সঙ্গে কোনওরকম বৈঠক যে তিনি করবেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন ৷ শনিবারই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ধর্মঘটে সামিল হওয়া TSRTC কর্মচারীদের কোনও পরিস্থিতিতেই কাজে ফেরত নেওয়া হবে না ৷ 5 অক্টোবরের মধ্যে কাজে যোগদান করেননি এমন কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে ৷ এই ঘটনায় প্রায় 48 হাজার RTC কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন ৷ স্বাভাবিকভাবেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে ৷ যদিও রাজ্য প্রশাসনের দাবি, সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে ৷

তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে 5200 বাস রাস্তায় নামানো হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে ৷ প্রায় 3100 জন অস্থায়ী বাস চালকদের দিয়ে চালানো হবে ৷ কিন্তু, এর ফলে সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ তেলাঙ্গানার সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে 21 অক্টোবরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷

পরিবহন মন্ত্রী পি অজয় ঠাকুর আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, "ধুঁকতে থাকা তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থাকে সরকারের সঙ্গে সংযুক্তির প্রতিশ্রুতি আমরা কোনওদিনই কোনও নির্বাচনী প্রচারে করিনি ৷ এটি কোনও সরকারি নীতিতেও বলা হয়নি ৷" এর পরই তাঁর প্রশ্ন, যে সব বিরোধী এই ধর্মঘটকে সমর্থন করছে তারা কি সাধারণ মানুষদের অসুবিধার কথা ভাবছেন না?

ABOUT THE AUTHOR

...view details