দিল্লি, 9 সেপ্টেম্বর : কল্পনা চাওলার নামে হচ্ছে স্পেস স্টেশন । এয়ার স্পেস সংস্থা নর্থরোপ গ্রুমেন কর্পোরেশন তাদের সিগনেস স্পেসক্রাফ্ট-এর নাম রাখবে কল্পনার নামে । প্রয়াত ভারতীয় মহাকাশচারীর সম্মানে তাদের এই সিদ্ধান্ত ।
এবার কল্পনা চাওলার নামে স্পেস স্টেশন - নর্থরোপ গ্রুমেন কর্পোরেশন
প্রয়াত ভারতীয় মহাকাশচারীর সম্মানে তাদের এই সিদ্ধান্ত ।
![এবার কল্পনা চাওলার নামে স্পেস স্টেশন Kalpana chawla](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:37:37:1599653257-kalpana-0909newsroom-1599653234-974.jpg)
নর্থরোপ গ্রুমেন একটি বিবৃতি দিয়ে বলেছে, “এসএস কল্পনা চাওলা, নর্থরোপ গ্রুমম্যানের পরবর্তী সিগনাস মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করার জন্য, কলম্বিয়ার নভচারীর সম্মানে নামকরণ করা হয়েছে । মঙ্গলবার কম্পানির কর্মকর্তারা ঘোষণা করেছেন যে, নর্থরোপ গ্রুমম্যান প্রাক্তন নভচারী কল্পনা চাওলার নাম অনুসারে NG -14 সিগনাস মহাকাশযানের নাম রাখা হবে । যিনি মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা ।"
19 নভেম্বর 1997 সালে কল্পনা চাওলা প্রথমবার মহাকাশে পাড়ি দেন। পরে 2003 সালের 1 ফেব্রুয়ারি মিশন সফল হওয়ার পর ফিরছিলেন কল্পনা ও তাঁর সঙ্গীরা । পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরই তাঁদের মহাকাশযান ভেঙে পড়ে ।