জয়পুর, 9 সেপ্টেম্বর : মাস দেড়েক আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন জগদীপ ধনকড় ৷ তখন না কি অনেকেই বলেছিলেন, তাঁর সামনে অনেক বিপদ রয়েছে ৷ যদিও তাতে আমল দেননি ৷ বরং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আজ দাবি করলেন, "কেউ আমাকে ভয় পাওয়াতে পারবে না ৷ "
কেউ আমাকে ভয় পাওয়াতে পারবে না : রাজ্যপাল - রাজ্যপাল
পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, কেউ আমাকে ভয় পাওয়াতে পারবে না ৷
আজ জয়পুর প্রেস ক্লাবে রাজ্যপাল বলেন, "যখন আমি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলাম, তখন অনেকে বলেছিলেন, আমার সামনে অনেক বিপদ ৷ পরে যখন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছিলাম, তখন একটি সংবিধানের বই দিয়েছিলেন আর বলেছিলেন, আমাকে এটা মেনে চলতে হবে ৷ আমি ওই সংবিধান মেনেই চলব ৷" তিনি যে রাজ্যের হাতের পুতুল হয়ে বসে থাকবেন না ও রাজ্যের সমালোচনা করতেও পিছপা হবেন না তাও পরিষ্কার করে দেন রাজ্যপাল ৷ বলেন, "যাঁরা আমায় চেনেন, তাঁরা জানেন আমি কারও কথায় কাজ করি না ৷ নিজের মর্জিমতো কাজ করি ৷"
রাজনৈতিক মহলের বক্তব্য, পূর্বসূরি কেশরীনাথ ত্রিপাঠীর মতো রাজ্য সরকারের সমালোচনার লাইন বজায় রেখেছেন নতুন রাজ্যপালও ৷ তা সে অর্জুন সিংকে হাসপাতালে দেখতে গিয়ে রাজ্যের হিংসা নিয়ে হোক বা শিক্ষকদের বেতন প্রসঙ্গে মন্তব্য৷ তাতে যথেষ্ট অস্বস্তিতেও পড়েছে রাজ্য সরকার ৷ আর "বিপদ" মানে কি রাজ্যপাল ঘুরিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতির দিকে ইঙ্গিত করতে চেয়েছেন ? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে ৷