দিল্লি, 11 অক্টোবর : বিশেষ কিছু দ্রুতগতির ট্রেন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে স্লিপার কামরা । তার বদলে আনা হচ্ছে বাতানকুল কামরা । ভবিষ্যতে 130 কিলোমিটার প্রতি ঘণ্টা বা তার বেশি গতির ট্রেনে থাকবে কেবল বাতানকুল কামরা । ভারতীয় রেলের তরফে আজ এ-কথা জানানো হয়েছে ।
রেলমন্ত্রকের মুখপাত্র ডি জে নারাইন জানিয়েছেন, এই ধরনের ট্রেনগুলির টিকিটের দাম সাধারণের নাগালের মধ্যেই থাকবে । পাশাপাশি, তিনি এও পরিষ্কার করে দেন যে, সমস্ত নন-AC কামরাকে বাতানকুল কামরায় পরিণত করা হবে, এমন নয় ।
বর্তমানে বেশিরভাগ রুটগুলিতে মেইল বা এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতি 110 কিলোমিটার প্রতি ঘণ্টা বা তার থেকে কম । রাজধানী, শতাব্দী, দুরন্তর মতো কিছু প্রিমিয়াম ট্রেন 120 কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে চলে । এই ধরনের ট্রেনের রেকগুলি 130 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিতে যেতে সক্ষম ।