পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিরাগ পাসওয়ানকে কেউ বিশ্বাস করে না : অনুরাগ ঠাকুর - লালুপ্রসাদ যাদব

বিহারের মহাজোটকেও আক্রমণ করেন অনুরাগ ঠাকুর ৷ তেজস্বী যাদবকে আক্রমণ করে তিনি বলেন, টুকরে টুকরে গ্য়াংয়ে লালুপ্রসাদ যাদবেরই কোনও বিশ্বাসযোগ্য়তা নেই ৷

nobody-trusts-chirag-nda-has-nothing-to-do-with-ljp-anurag-thakur
চিরাগ পাসওয়ানকে কেউ বিশ্বাস করে না : অনুরাগ ঠাকুর

By

Published : Oct 27, 2020, 4:08 PM IST

পাটনা, 27 অক্টোবর : লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ানকে বিহারবাসী বিশ্বাস করে না ৷ বিহার নির্বাচনের একদিন আগে এই মন্তব্য় করলেন BJP নেতা অনুরাগ ঠাকুর ৷ বলেন, LJP বিহারের নির্বাচনে NDA-র সঙ্গী নয় ৷ NDA-র মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী নীতীশ কুমার ৷ তারা একক সংখ্য়াগরিষ্ঠাতা নিয়ে আবারও বিহারে সরকার গড়বে ৷

যুব মোর্চা নেতা তেজস্বী সূর্য সোমবার চিরাগ পাসওয়ানের প্রশংসা করেন ৷ তাঁকে নিজের খুব কাছের বন্ধু বলে পরিচয় দিয়ে নির্বাচনের জন্য় শুভেচ্ছা জানান ৷ তারই প্রেক্ষিতে অনুরাগ ঠাকুর বলেন, বিহারের মানুষ চিরাগ পাসওয়ান ও তাঁর LJP-কে বিশ্বাস করে না ৷ এমনকী বিহারের রাজনীতিতে NDA-র সঙ্গে LJP-র কোনও সম্পর্ক নেই ৷

বিহারের মহাজোটকেও আক্রমণ করেন অনুরাগ ঠাকুর ৷ তেজস্বী যাদবকে আক্রমণ করে তিনি বলেন, টুকরে টুকরে গ্য়াংয়ে লালুপ্রসাদ যাদবেরই কোনও বিশ্বাসযোগ্য়তা নেই ৷ তাঁর প্রশ্ন, বিহারবাসী কীভাবে RJD-কে বিশ্বাস করবে ? যেখানে তেজস্বী যাদব নিজেই তাঁর প্রচারের ব্য়ানার থেকে নিজের বাবা ও মায়ের ছবি সরিয়ে দিয়েছেন ৷ তেজস্বী সেই সব মানুষদের সঙ্গে রয়েছে যারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে ৷

শুধু তাই নয়, RJD ক্ষমতায় এলে সে রাজ্য়ে আবারও গুন্ডারাজ শুরু হবে বলে মন্তব্য করেন তিনি ৷ বলেন, বাবা-মায়েরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকবেন ৷ বিহারবাসী RJD-কে ভোট দিলে সেখানে জঙ্গলরাজ ফিরে আসাটা সময়ের অপেক্ষা ৷

ABOUT THE AUTHOR

...view details