পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"কারও ভয় পাওয়ার কিছু নেই", আশ্বাস অমিত শাহর - Conrad Sangma

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে এই মাসের শেষে দেখা করবেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের ইশুতে ওই রাজ্যে নতুন পথ খুঁজতেই এই সিদ্ধান্ত তাঁর ৷

অমিত শাহ
অমিত শাহ

By

Published : Dec 15, 2019, 12:45 PM IST

ধানবাদ, 15 ডিসেম্বর : মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে এই মাসের শেষে দেখা করবেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের ইশুতে ওই রাজ্যে নতুন পথ খুঁজতেই এই সিদ্ধান্ত তাঁর ৷

ধানবাদে একটি জনসভায় যোগ দিয়ে অমিত শাহ বলেন, "আমরা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এসেছি ৷ হিন্দু, বৌদ্ধ, পারসিক, ও শিখ সম্প্রদায়ের শরণার্থীরা, যাঁরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এদেশে এসেছেন, তাঁরা খুব কষ্টে দিন কাটাচ্ছেন ৷ তাঁরা যথাযথ খাবার, চাকরি ও চিকিৎসা ব্যবস্থাও পান না ৷ তাঁদের নাগরিক করা উচিত কি না ? কংগ্রেস বলছে, এটা মুসলিম-বিরোধী ৷ আমরা তিন তালাক, সার্জিকাল স্ট্রাইক আর এখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এসেছি বলে তারা আমাদের মুসলিমবিরোধী বলছে ৷ কিন্তু, তোমরা শুধু উত্তর-পূর্বে হিংসা ছড়াতে চাইছ ৷"

অসমবাসীদের উদ্দেশে তিনি বলেন, "অসম ও উত্তর-পূর্বের মানুষের ভাষা, সংস্কৃতি, সামাজিক পরিচিতি ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷"

তিনি আরও বলেন, "গতকাল রাজ্যের অসুবিধাগুলো নিয়ে কথা বলতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এসেছিলেন ৷ আমি বলেছি, কোনও অসুবিধা নেই ৷ তাও তিনি বলেছেন, (নাগরিকত্ব আইনে) কিছু পরিবর্তনের দরকার আছে ৷ আমি বলেছি, ক্রিসমাসের পর আমরা দেখা করব ও অসুবিধাগুলি সমাধান করার রাস্তা খুঁজব ৷ কারও ভয় পাওয়ার কিছু নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details