ধানবাদ, 15 ডিসেম্বর : মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে এই মাসের শেষে দেখা করবেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের ইশুতে ওই রাজ্যে নতুন পথ খুঁজতেই এই সিদ্ধান্ত তাঁর ৷
ধানবাদে একটি জনসভায় যোগ দিয়ে অমিত শাহ বলেন, "আমরা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এসেছি ৷ হিন্দু, বৌদ্ধ, পারসিক, ও শিখ সম্প্রদায়ের শরণার্থীরা, যাঁরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এদেশে এসেছেন, তাঁরা খুব কষ্টে দিন কাটাচ্ছেন ৷ তাঁরা যথাযথ খাবার, চাকরি ও চিকিৎসা ব্যবস্থাও পান না ৷ তাঁদের নাগরিক করা উচিত কি না ? কংগ্রেস বলছে, এটা মুসলিম-বিরোধী ৷ আমরা তিন তালাক, সার্জিকাল স্ট্রাইক আর এখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এসেছি বলে তারা আমাদের মুসলিমবিরোধী বলছে ৷ কিন্তু, তোমরা শুধু উত্তর-পূর্বে হিংসা ছড়াতে চাইছ ৷"