স্টকহোম, 9 অক্টোবর : রসায়নে নোবেল পেলেন অ্যামেরিকার জন বি গুডএনাফ, ব্রিটেনের এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও জাপানের আকিরা ইয়োশিনো । লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নয়ন নিয়ে গবেষণার জন্যই তাঁরা নোবেল পাচ্ছেন । রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে আজ নোবেল জয়ী হিসেবে এই তিনজনের নাম ঘোষণা করা হয় । পুরস্কার স্বরূপ 9 মিলিয়ন সুইডিশ ক্রোনার, একটি সোনার পদক ও ডিপ্লোমা দেওয়া হবে তাঁদের ।
জ্বালানি মুক্ত সমাজের স্বপ্ন দেখিয়ে রসায়নে নোবেল তিন বিজ্ঞানীর
লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নয়ন নিয়ে গবেষণার জন্যই নোবেল পেলেন তিন রসায়নবিদ্ । রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে আজ নোবেল জয়ী হিসেবে এই তিন রসায়নবিদের নাম ঘোষণা করা হয় ।
1970-এ তেলের সংকটের সময় স্ট্যানলি হুইটিংহ্যাম লিথিয়াম আয়ন ব্যাটারির বিষয়টি সামনে নিয়ে আসেন । তিনি প্রথম কার্যকরী লিথিয়াম ব্যাটারির তৈরি করেন । এই লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে শক্তি সঞ্চয় করে বৈদ্যুতিন গাড়ি, মোবাইল ফোন ও অন্যান্য প্রযুক্তিকে হাতের মুঠোয় এনে দিয়েছিলেন এই তিন রসায়নবিদ । নোবেল পুরস্কার প্রাপ্ত তিন রসায়নবিদের প্রশংসা করে সুইডিশ অ্যাকাডেমির তরফে টুইট করা হয়, 'তাঁরা আমাদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন । নিজেদের কাজের মাধ্যমে এ বছর রসায়নে নোবেল জয়ীরা বেতার ও জ্বালানি মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করেছেন ।'
নোবেল কমিটির তরফে বলা হয়, "লিথিয়াম আয়ন ব্যাটারি হালকা, রিচার্জেবল ও শক্তিশালী । এই ব্যাটারি সৌর ও বায়ুশক্তির থেকে উল্লেখযোগ্য পরিমাণ শক্তি সঞ্চয় করতে পারে । এর ফলে জ্বালানি মুক্ত সমাজ গড়ে তোলার পথ সহজ হবে ।"