পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জনতা কারফিউ : বাতিল একাধিক ট্রেন - কোরোনা ভাইরাস

প্রধানমন্ত্রীর গতকালের জাতির উদ্দেশে ভাষণের পর এবার দক্ষিণ পূর্ব রেলের তরফে বিশেষ ঘোষণা করা হল ৷ রবিবার (22 মার্চ) ভোর 4 টে থেকে রাত 10 টা পর্যন্ত কোনও ট্রেন চলবে না ৷

Train
ছবি

By

Published : Mar 20, 2020, 8:52 PM IST

Updated : Mar 20, 2020, 9:26 PM IST

কলকাতা, 20 মার্চ : কোরোনা আতঙ্কের মাঝেই আগামী 22 মার্চ জনতা কারফিউ ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর গতকালের জাতির উদ্দেশে ভাষণের পর এবার দক্ষিণ পূর্ব রেলের তরফে বিশেষ ঘোষণা করা হল ৷ রবিবার (22 মার্চ) ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত কোনও ট্রেন চলবে না ৷

তবে যে সমস্ত ট্রেনগুলি ভোর 4টের আগে রওনা হবে সেই ট্রেনগুলিকে তার নির্দিষ্ট গন্তব্য স্টেশন পর্যন্ত চালানো হবে ৷ বাতিল হওয়া নিয়ে বিস্তারিত নির্দেশিকা আগামীকাল দুপুরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ৷ ওই নির্দেশিকায় ঘোষণা করা হবে বাতিল হওয়া ট্রেনগুলির বিস্তারিত তালিকা ৷

কোন কোন ট্রেন বাতিল হল হাওড়া থেকে ?

  • 13027/13028 হাওড়া - আজ়িমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস
  • 13011/13012 হাওড়া - মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
  • 53049 হাওড়া - মোকামা প্যাসেঞ্জার

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই ট্রেনগুলি রবিবারের জন্য বাতিল করা হয়েছে ৷

প্রসঙ্গত, COVID 19 নিয়ে গতকালই দেশবাসীর উদ্দেশে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামী রবিবার সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত জনতা কারফিউ পালন করার আবেদন জানিয়েছেন তিনি । জরুরি কাজ ছাড়া বাইরে না বেরনোর পরামর্শও দিয়েছেন । পাশাপাশি এই পরিস্থিতিতে যাঁরা কাজ করছেন তাঁদের কৃতজ্ঞতা জানাতে ওই দিন বিকেলে 5 মিনিটের জন্য তালির মাধ্যমে, কিংবা থালা বা ঘণ্টা বাজানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

Last Updated : Mar 20, 2020, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details