পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সময়ের অভাব, কাশ্মীর সংক্রান্ত মামলা একদিন পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট - Article 370

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, "আমাদের এত বেশি বিষয়ে শুনানির সময় নেই । আমাদের কাছে সাংবিধানিক বেঞ্চের মামলার (অযোধ্যা বিরোধ) শুনানি রয়েছে । অযোধ্যা মামলার দৈনিক শুনানির কারণে সোমবার সাংবিধানিক বেঞ্চের কাছে এই মামলার (কাশ্মীর সংক্রান্ত মামলা) জন্য সময় নেই ।"

সময়ের অভাব, কাশ্মীর সংক্রান্ত মামলা একদিন পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট

By

Published : Sep 30, 2019, 3:10 PM IST

দিল্লি, 30 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর সংক্রান্ত আবেদনগুলির ভিত্তিতে করা মামলা একদিনের জন্য পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট । এই বিষয়ে আদালত জানায়, আগামীকাল থেকে জম্মু ও কাশ্মীর ও 370 ধারা সংক্রান্ত মামলার শুনানি হবে । ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, "আমাদের এত বেশি বিষয়ে শুনানির সময় নেই । আমাদের কাছে সাংবিধানিক বেঞ্চের মামলার (অযোধ্যা বিরোধ) শুনানি রয়েছে । অযোধ্যা মামলার দৈনিক শুনানির কারণে সোমবার সাংবিধানিক বেঞ্চের কাছে এই মামলার (কাশ্মীর সংক্রান্ত মামলা) জন্য সময় নেই ।"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার সহ একাধিক বিষয়ে মামলার জন্য গঠিত হয় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ । এই বেঞ্চের নেতৃত্ব দেবেন বিচারক এন ভি রামানা । সাংবিধানিক বেঞ্চ যে আবেদনগুলি গ্রহণ করবে তার মধ্যে রয়েছে বিশেষ মর্যাদা প্রত্যাহার সংক্রান্ত সিদ্ধান্তের বৈধতা । এছাড়া কাশ্মীরে সাংবাদিকদের গতিবিধির উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আবেদন এবং অপ্রাপ্তবয়স্কদের অবৈধভাবে আটকে রাখার বিরুদ্ধে আবেদনের শুনানিও হবে এই বেঞ্চের সামনে ।

370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এম এল শর্মা, ন্য্শনাল কনফারেন্স সাংসদ মহম্মদ আকবর লোন ও অবসরপ্রাপ্ত বিচারক হসনেইন মাসুদি । তাঁদের যুক্তি ছিল সরকারের এই পদক্ষেপ অসাংবিধানিক । একই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন IAS অফিসার শাহ ফৈজ়ল ও JNU-র ছাত্রনেতা সইলা রশিদ । সবগুলি আবেদনে যৌথ শুনানির সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত । সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজকের মধ্যে কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিল । এরপর আজ থেকেই মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল ।

370 ধারা প্রত্যাহার সংক্রান্ত যে মামলাগুলির শুনানি চলছে তার মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীর টাইমস-এর এগজ়িকিউটিভ এডিটর অনুরাধা ভাসিনের মামলাটি । অনুরাধার অভিযোগ, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে সরকার । এর জেরে সংবাদপত্রের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details