দিল্লি, 30 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর সংক্রান্ত আবেদনগুলির ভিত্তিতে করা মামলা একদিনের জন্য পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট । এই বিষয়ে আদালত জানায়, আগামীকাল থেকে জম্মু ও কাশ্মীর ও 370 ধারা সংক্রান্ত মামলার শুনানি হবে । ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, "আমাদের এত বেশি বিষয়ে শুনানির সময় নেই । আমাদের কাছে সাংবিধানিক বেঞ্চের মামলার (অযোধ্যা বিরোধ) শুনানি রয়েছে । অযোধ্যা মামলার দৈনিক শুনানির কারণে সোমবার সাংবিধানিক বেঞ্চের কাছে এই মামলার (কাশ্মীর সংক্রান্ত মামলা) জন্য সময় নেই ।"
জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার সহ একাধিক বিষয়ে মামলার জন্য গঠিত হয় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ । এই বেঞ্চের নেতৃত্ব দেবেন বিচারক এন ভি রামানা । সাংবিধানিক বেঞ্চ যে আবেদনগুলি গ্রহণ করবে তার মধ্যে রয়েছে বিশেষ মর্যাদা প্রত্যাহার সংক্রান্ত সিদ্ধান্তের বৈধতা । এছাড়া কাশ্মীরে সাংবাদিকদের গতিবিধির উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আবেদন এবং অপ্রাপ্তবয়স্কদের অবৈধভাবে আটকে রাখার বিরুদ্ধে আবেদনের শুনানিও হবে এই বেঞ্চের সামনে ।