পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোনও ঝড়ই দীর্ঘস্থায়ী হয় না, কোরোনা সংক্রমণ প্রসঙ্গে বললেন উপরাষ্ট্রপতি

কোরোনা সংক্রমণ নিয়ে দেশবাসীর মধ্যে সচেতনতা ও মনোবল বাড়াতে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু আজ একটি ফেসবুক পোস্টে লেখেন, "কোনও ঝড়ই দীর্ঘস্থায়ী হয় না। সবাই শান্ত ও সুরক্ষিত থাকুন।"

Venkaiah naidu
Venkaiah naidu

By

Published : Jun 28, 2020, 8:25 PM IST

দিল্লি, 28 জুন : COVID-19 প্যানডেমিক দীর্ঘকাল স্থায়ী হবে না । দেশবাসীকে আশ্বস্ত করে বললেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু । সঙ্গে দেশবাসীর কাছে আবেদন করে তিনি বলেন, সকলে যেন কোরোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে ।

ফেসবুক পোস্টে দেশবাসীকে আবেদন করে উপরাষ্ট্রপতি বলেন, তাঁরা যেন ধৈর্য না হারিয়ে শান্ত থাকেন । পাশাপাশি এই সংক্রমণের ঝড় দীর্ঘকাল ধরে চলবে না বলেও যেন বিশ্বাস রাখেন।

তিনি বলেন, বিশ্বের অধিকাংশ দেশই লকডাউন কাটিয়ে উঠে অর্থনীতির উপর জোর দিচ্ছে । সরকারের তরফেও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে তিনি যথাযথ সুরক্ষা গ্রহণ করে এবং নির্দেশিকা মেনে সরকারের পাশে দাঁড়ানোর আবেদন জানান।

যাঁরা এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন তাঁদের মনোবল বাড়াতে উপরাষ্ট্রপতি বলেন, ভারতের শক্তি লুকিয়ে রয়েছে আধ্যাত্মিকতার উপর বিশ্বাস এবং বিজ্ঞানের উপর ভরসায়। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন, তাঁরা যেন আতঙ্কিত না হয়ে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি আরও বলেন, কোরোনা সংক্রমণ রুখতে সতর্কতা প্রয়োজন । সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।

পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে সংযুক্ত থাকতে উপরাষ্ট্রপতি নিজের ফেসবুক পোস্টে লেখেন, উন্নত প্রযুক্তি সকলের একসঙ্গে থাকার আনন্দকে সহজেই এনে দিতে পারে । তবে আতঙ্ক সৃষ্টিকারী সোশাল মিডিয়া পোস্ট এবং খবরে বিশ্বাস না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই ধরনের কোনও খবর যাচাই না করে বাকিদের কাছে পাঠানো থেকে নিজেদের বিরত রাখুন ।

উপরাষ্ট্রপতি বলেন, "কতদিন আমাদের এই নিয়মে সীমাবদ্ধ জীবনযাপন করতে হবে এবং কবে ফের স্বাভাবিক জীবনযাত্রায় ফেরা সম্ভব হবে তার কোনও সহজ বা নির্দিষ্ট জবাব নেই।" তিনি বলেন, " আমাদের হয়তো এই প্যানডেমিকের সময়কাল এবং এর ফলে সৃষ্ট চাপের অনিশ্চয়তা নিয়েই বাঁচতে হবে। "

ABOUT THE AUTHOR

...view details