কোঝিকোড়, 19 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 (CAA)-এর বিরুদ্ধে দেশের মধ্যে কেরালা বিধানসভা প্রথম প্রস্তাব পাশ করেছিল । এরপর সুপ্রিম কোর্টে আইনটিকে চ্যালেঞ্জ করে মামলা করে কেরালা সরকার ৷ এবার কেরালারই একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিবাল বললেন, CAA কার্যকর করতে বাধ্য রাজ্য ৷
কংগ্রেস নেতা তথা অভিজ্ঞ আইনজীবী আরও বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতে না দেওয়াটা অসাংবিধানিক ৷ CAA যখন একবার প্রণয়ন করা হয়ে গেছে, তখন কোনও রাজ্যই আর বলতে পারে না, তারা আইন কার্যকর হতে দেবে না ৷ রাজ্য এর বিরোধিতা করতে পারে ৷ বিরোধিতার কারমে বিধানসভায় প্রস্তাব পাশ করা যেতে পারে ৷ কিন্তু বলবৎ হতে দেবে না, এটা কোনও রাজ্য বলতে পারে না ৷"