দিল্লি, 29 এপ্রিল : এপ্রিল-মে মাসের বেতন পাবেন না স্পাইস জেটের পাইলটরা । মেইল করে পাইলটদের আজ একথা জানালেন স্পাইস জেট উড়ান পরিষেবার প্রধান গুরুচরণ আরোরা । মেইলে তিনি জানান, কোরোনা পরিস্থিতিতে এই বিমান সংস্থার মাত্র 16 শতাংশ বিমান ও 20 শতাংশ পাইলট কাজ করছেন । যাঁরা পণ্যবাহী বিমান চালাচ্ছেন তাঁরা বেতন(ঘণ্টার ভিত্তিতে) পাবেন। অর্থাৎ অন্য পাইলটদের এই দু'মাসের বেতন দেওয়া যাচ্ছে না ।
25 মার্চ থেকে লকডাউন চলছে দেশে । বন্ধ আন্তর্জাতিক ও অন্তঃদেশীয় সমস্ত বিমান পরিষেবা । বাতিল হয়েছে একাধিক উড়ান । শুধুমাত্র পণ্য পরিষেবার জন্য কিছু পণ্যবাহী বিমান চলছে । ফলে ক্ষতির মুখে বিমান সংস্থাগুলি । প্রথমে 14 এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা হলেও পরে 3 মে পর্যন্ত তা বাড়ে । কিন্তু 3 মে'র পরই যে বিমান পরিষেবা চালু হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক । ফলে আপাতত অনিশ্চয়তায় বিমান সংস্থাগুলি । এই পরিস্থিতিতে ক্ষতির কথা ভেবেই পাইলটদের বেতন বন্ধ করল স্পাইস জেট ।