পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংসদের বাদল অধিবেশনে থাকছে না প্রশ্নোত্তর পর্ব, ক্ষুব্ধ বিরোধীরা - প্রশ্নোত্তর পর্ব

সংসদে আসন্ন বাদল অধিবেশনে থাকছে না প্রশ্নোত্তর পর্ব । এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধীরা ।

Parliament Monsoon Session
Parliament Monsoon Session

By

Published : Sep 2, 2020, 10:56 AM IST

Updated : Sep 2, 2020, 1:03 PM IST

দিল্লি, 2 সেপ্টেম্বর : 14 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের উভয় কক্ষের অধিবেশন । কিন্তু, কোরোনা সংক্রমণ রুখতে এবার সংসদের বাদল অধিবেশনে থাকছে না প্রশ্নোত্তর পর্ব । এই সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করেছে বিরোধীরা ।

এবার সামাজিক দূরত্ব বজায় রাখতে সাংসদদের জন্য বিশেষ আসন থাকবে । প্রথম দিন সকাল 9টা থেকে দুপুর 1টা এবং তারপর থেকে 1 অক্টোবর পর্যন্ত 3টে থেকে 7টা পর্যন্ত লোকসভার অধিবেশন চলবে । সপ্তাহান্তেও সংসদের কার্যকলাপ চলবে ।

সংসদে সদস্যদের দেওয়া বিলগুলির জন্য সময় নির্ধারণ করা হবে । জনস্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য জ়িরো আওয়ার থাকবে, তবে তা কমিয়ে 30 মিনিট করা হয়েছে ।

তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেন, "কোরোনাকে হাতিয়ার করে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে । প্রশ্নোত্তর পর্বের জন্য 15 দিন আগে সংসদে প্রশ্ন জমা দিতে হয় । তাই কি আজ, এই নির্দেশ দেওয়া হল ? 1950 সালের পর এই প্রথম সংসদের প্রশ্নোত্তর পর্ব বাতিল করা হল । এতে বিরোধীদের অধিকার খর্ব করা হচ্ছে ।" কংগ্রেস নেতা অধীর চৌধুরি শুক্রবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠিতে লেখেন, "সংসদে প্রশ্ন উত্থাপন এবং জ়িরো আওয়ারের সময় জনস্বার্থের বিষয়গুলি গুরুত্ব সহকারে আলোচনা করা সদস্যদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ।"

Last Updated : Sep 2, 2020, 1:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details