দিল্লি, 25 জানুয়ারি : 5 টাকা, 10 টাকা ও 100 টাকার পুরানো নোটগুলি বাতিল হচ্ছে না। সোমবার এ ব্যাপারে আশ্বস্ত করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। মার্চ মাস থেকে এই নোটগুলি বাতিল হয়ে যাবে বলে যে খবর রটেছে, তা সঠিক নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্য়াঙ্ক।
সম্প্রতি বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছিল যে, 2021 সালের মার্চ মাস থেকে 5 টাকা, 10 টাকা ও 100 টাকার পুরানো নোট বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। সেই সম্ভাবনাকে খারিজ করে দিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক টুইটারে জানিয়েছে, ''খুব শিগগিরই 5 টাকা, 10 টাকা ও 100 টাকার পুরানো নোট বাতিল হয়ে যাবে বলে সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে যে খবর করা হয়েছে, তা সঠিক নয়।''