পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাতিল হচ্ছে না 100 টাকার পুরানো নোট, জানাল রিজ়ার্ভ ব্যাঙ্ক - রিজ়ার্ভ ব্যাঙ্ক

বাতিল হচ্ছে না 5 টাকা, 10 টাকা ও 100 টাকার পুরানো নোট। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টকে খারিজ করে দিয়ে সোমবার এই আশ্বাস দিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। তারা জানিয়েছে, নোট বাতিলের খবর সঠিক নয়।

No Plans of Withdrawing Old ₹ 100 Notes, Says RBI
বাতিল হচ্ছে না 100 টাকার পুরনো নোট, জানাল রিজ়ার্ভ ব্যাঙ্ক

By

Published : Jan 25, 2021, 5:45 PM IST

দিল্লি, 25 জানুয়ারি : 5 টাকা, 10 টাকা ও 100 টাকার পুরানো নোটগুলি বাতিল হচ্ছে না। সোমবার এ ব্যাপারে আশ্বস্ত করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। মার্চ মাস থেকে এই নোটগুলি বাতিল হয়ে যাবে বলে যে খবর রটেছে, তা সঠিক নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্য়াঙ্ক।

সম্প্রতি বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছিল যে, 2021 সালের মার্চ মাস থেকে 5 টাকা, 10 টাকা ও 100 টাকার পুরানো নোট বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। সেই সম্ভাবনাকে খারিজ করে দিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক টুইটারে জানিয়েছে, ''খুব শিগগিরই 5 টাকা, 10 টাকা ও 100 টাকার পুরানো নোট বাতিল হয়ে যাবে বলে সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে যে খবর করা হয়েছে, তা সঠিক নয়।''

2016 সালে বিমুদ্রাকরণের সময় 500 টাকা ও 1000 টাকার নোট বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। তবে 5 টাকা, 10 টাকা ও 100 টাকার ক্ষেত্রে সে রকম কিছু হচ্ছে না বলে জানিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।

আরও পড়ুন: ট্রাক্টর মিছিলে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র, পাকিস্তান থেকে চালানো হচ্ছে একাধিক টুইটার হ্যান্ডেল !

2018 সালে 10 টাকা, 50 টাকা ও 200 টাকার নতুন ধরনের নোট বাজারে আনে আরবিআই। আর 2019 সালে তারা আনে বেগুনি রঙের 100 টাকার নয়া নোট। সে সময়ই স্পষ্টভাবে একথা জানিয়ে দেওয়া হয়েছিল যে আগের ছাপানো 100 টাকার নোটগুলিও বৈধ থাকবে।

ABOUT THE AUTHOR

...view details