পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুনরায় রাজ্যগুলিকে স্পেশাল ক্যাটাগরির মর্যাদা নয় : কেন্দ্রীয় সরকার - rahul gandhi

পুনরায় রাজ্যগুলিকে স্পেশাল ক্যাটাগরির মর্যাদা দেওয়ার কোনও পরিকল্পনা নেই । আজ রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার ।

ফাইল ফোটো

By

Published : Jul 18, 2019, 9:25 PM IST

দিল্লি, 18 জুলাই : পুনরায় রাজ্যগুলিকে স্পেশাল ক্যাটাগরির মর্যাদা দেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের । আজ রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়ে দিল সরকার । নতুন করে রাজ্যগুলিকে স্পেশাল ক্যাটাগরির মর্যাদা দেওয়া হবে, এই সিদ্ধান্ত নেয় নীতি আয়োগের থিঙ্ক ট্যাঙ্ক ।

আজ রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস নেতা রিপুন বোরা জিজ্ঞেস করেন, সরকার কি আবার অসম বা অন্য কোনও রাজ্যকে স্পেশাল ক্যাটাগরির মর্যাদা দেওয়ার কথা ভাবছে ? প্রশ্নের উত্তরে পরিসংখ্যান ও পরিকল্পনা রাষ্ট্রমন্ত্রী রাও ইন্দরজিৎ সিং স্পষ্টভাবে জানিয়ে দেন, আপাতত এইরকম কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই । বোরা আরও জানতে চান, অসম ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে স্পেশাল ক্যাটাগরির মর্যাদা সরিয়ে নেওয়াটা কি সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করছে না ? এপ্রসঙ্গে মন্ত্রী বলেন, "রাজ্যগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখতে আমরা এখনও পর্যন্ত কোনও নথি প্রস্তুত করতে পারিনি । তবে প্রস্তাবটি ভালো, এবিষয়ে ভেবে দেখা হবে।"

রাজ্যগুলির পারস্পরিক সম্পর্কের উন্নয়ন বিষয়ে রাও ইন্দরজিৎ সিং বলেন, "নীতি আয়োগের থিঙ্ক ট্যাঙ্ক দেশে সহযোগিতামূলক ও প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details